মাত্র ৪৯ বছরেই প্রয়াত পাকিস্তানি ‘মিম’ স্টার ও সঞ্চালক আমির লিয়াকত: রিপোর্ট
প্রয়াত হলেন জনপ্রিয় সঞ্চালক আমির লিয়াকত হুসেন। তাঁর বয়স হয়েছিল ৪৯। পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো নিউজে এমনই জানানো হয়েছে। লিয়াকত পাকিস্তানের জাতীয় সংসদের প্রাক্তন সদস্য ছিলেন। তবে মূলত মিমের কারণে সোশ্যাল মিডিয়ায় তুমুল মিডিয়ায় জনপ্রিয় ছিলেন…