IND vs NZ 3rd ODI Live: রোহিতকে অনুসরণ করে সাজঘরে গিল, ২ উইকেট হারাল ভারত

রোহিত শর্মা। ছবি- এপি।

লাইভ আপডেটস

Abhisake Koley

IND vs NZ 3rd ODI Live: টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। প্রথম একাদশে জোড়া রদবদল করে টিম ইন্ডিয়া।

হায়দরাবাদের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতকে লড়াই করে জিততে হলেও রায়পুরে টিম ইন্ডিয়ার একতরফা দাপট দেখা যায়। নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বিধ্বস্ত করে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। এই অবস্থায় ইন্দোরের তৃতীয় ম্যাচ জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে রোহিত শর্মাদের সামনে। তাছাড়া নিছক নিয়মরক্ষার লড়াই হওয়ায় ভারতের সামনে পরীক্ষি-নিরীক্ষার সুযোগ চলে আসে।

24 Jan 2023, 03:32:28 PM IST

সাজঘরে ফিরলেন গিল

২৭.৬ ওভারে টিকনারের বলে কনওয়ের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৭৮ বলে ১১২ রান করেন তিনি। মারেন ১৩টি চার ও ৫টি ছক্কা। ভারত ২৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ।

24 Jan 2023, 03:25:29 PM IST

রোহিত শর্মা আউট

২৬.১ ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ৮৫ বলে ১০১ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। তিনি ৯টি চার ও ৬টি ছক্কা মারেন। ভারত ২১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিনি মাঠে এসে নিজের দ্বিতীয় বলেই ছক্কা মারেন। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২২২ রান। গিল ১০৫ রানে ব্যাট করছেন।

24 Jan 2023, 03:22:19 PM IST

গিলের শতরান

১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ২৫.৬ ওভারে ব্লেয়ার টিকনারকে চার মেরে তিন অঙ্কের রানে পৌঁছে যান শুভমন।

24 Jan 2023, 03:20:11 PM IST

শতরান রোহিতের

৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। ২৫.৩ ওভারে টিকনারের বলে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন হিটম্যান।

24 Jan 2023, 03:16:49 PM IST

২০০ টপকাল ভারত

২৫তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। অর্ধেক ইনিংস শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২০৫ রান। রোহিত ৮০ বলে ৯৯ রান করেছেন। গিল ৭০ বলে ৯৮ রান করেছেন।

24 Jan 2023, 03:04:18 PM IST

শতরানের দোড়গোড়ায় দুই ভারতীয় ওপেনার

২২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৮০ রান। গিল ৬২ বলে ৮০ রান করেছেন। মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা। রোহিত ৭০ বলে ৯২ রান করেছেন। মেরেছেন ৯টি চার ও ৬টি ছক্কা।

24 Jan 2023, 02:50:50 PM IST

১৫০ টপকাল ভারত

১৮তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১৫১ রান। ৫৯ বলে ৭৮ রান করেছেন রোহিত। তিনি ৮টি চার ও ৫টি ছক্কা মারেন। গিল ৪৯ বলে ৬৯ রান করেছেন। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।

24 Jan 2023, 02:33:42 PM IST

ব্যাট হাতে রোহিতের তাণ্ডব

১৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২৮ রান। ১৫তম ওভারে ডারিল মিচেলের বলে ৩টি চার মারেন হিটম্যান। তিনি ৭১ রানে ব্যাট করছেন। গিল অপরাজিত রয়েছেন ৫৫ রানে।

24 Jan 2023, 02:27:42 PM IST

ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি রোহিতের

১৩.১ ওভারে স্যান্টনারের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করেন হিটম্যান। ওভারের তৃতীয় বলে রোহিত আরও ১টি ছয় মারেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১৪ রান। রোহিত ৫৮ ও গিল ৫৪ রানে ব্যাট করছেন।

24 Jan 2023, 02:24:41 PM IST

১০০ টপকাল ভারত

১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০১ রান। গিল ৫৪ ও রোহিত ৪৫ রানে ব্যাট করছে।

24 Jan 2023, 02:20:55 PM IST

হাফ-সেঞ্চুরি গিলের

৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯৭ রান। গিল ৫২ ও রোহিত ৪৩ রানে ব্যাট করছেন।

24 Jan 2023, 02:17:13 PM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮২ রান। ৩১ বলে ৩৯ রান করেছেন রোহিত। দশম ওভারে ডাফির বলে ১টি চার ও ২টি ছক্কা মারেন রোহিত। গিল ব্যাট করছেন ৪১ রানে।

24 Jan 2023, 02:15:09 PM IST

৫০ টপকাল ভারত

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। পঞ্চম ওভারে ডাফির বলে ১টি ছক্কা মারেন রোহিত। ১টি ছক্কা হাঁকান গিল। সপ্তম ওভারে টিকনারের বলে ১টি চার মারেন রোহিত। ১টি চার মারেন গিল। অষ্টম ওভারে ফার্গুসনের বলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন গিল। ৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৪ রান। গিল ২৪ বলে ৪১ রান করেছেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। রোহিত ২৪ বলে ২১ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। 

24 Jan 2023, 01:42:03 PM IST

আগ্রাসী শুরু ভারতের

দ্বিতীয় ওভারে লকি ফার্গুসনের তৃতীয় বলে চার মারেন শুভমন গিল। তৃতীয় ওভারে ডাফির প্রথম ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন রোহিত শর্মা। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান। রোহিত ১২ বলে ১০ রান করেছেন। ৬ বলে চার রান করেছেন গিল।

24 Jan 2023, 01:40:19 PM IST

গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত

শুভমন গলিকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন জেকব ডাফি। শুরুতেই ওয়াইডে এক রান পায় ভারত। শেষ বলে ২ রান নিয়ে খাতা খোলেন রোহিত।

24 Jan 2023, 01:29:33 PM IST

হোলকারের ইতিহাস কথা বলছে ভারতের হয়ে

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত মোট ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ৫টি ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। সুতরাং, এই মাঠে ভারতের সাফল্য একশো শতাংশ। এই মাঠে ভারত কখনও ওয়ান ডে ম্যাচ হারেনি।

24 Jan 2023, 01:27:34 PM IST

ছোট বাউন্ডারি, বড় রানের সম্ভাবনা

হোলকার মাঠের বাউন্ডারি ছোট। লংয়ে বাউন্ডারির দৈর্ঘ সব থেকে বেশি ৬৯ মিটার। একদিকের থার্ডম্যান ও ফাইন লেগ বাউন্ডারির দৈর্ঘ ৫৪ মিটার। সুতরাং, ম্যাচে প্রচুর রান ওঠার সম্ভাবনা রয়েছে।

24 Jan 2023, 01:12:24 PM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ডারিল মিচেল, টম লাথাম (ক্যাপ্টেন ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, জেকব ডাফি, লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।

24 Jan 2023, 01:11:58 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, ইশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।

24 Jan 2023, 01:06:22 PM IST

প্রথম একাদশে একজোড়া বদল ভারতের

ভারত সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে প্রথম একাদশে একজোড়া রদবদল করে। দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামিকে বিশ্রাম দেন রোহিতরা। পরিবর্তে দলে ঢোকেন উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল। সুতরাং, বাড়তি ,স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড তাদের প্রথম একাদশে একটি বদল করে। হেনরি শিপলির বদলে দলে ঢোকেন জেকব ডাফি।

24 Jan 2023, 01:01:27 PM IST

টস জিতল নিউজিল্যান্ড

সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল নিউজিল্যান্ড। টস জিতে কিউয়ি দলনায়ক টম লাথাম শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, ইন্দোরে রান তাড়া করতে নিউজিল্যান্ড।

24 Jan 2023, 12:38:21 PM IST

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার হাতছানি

হায়দরাবাদ ও রায়পুরের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচ জিতে ভারত এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে। ইন্দোরে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে রোহিতদের সামনে।

24 Jan 2023, 12:38:21 PM IST

সিরিজের দ্বিতীয় ম্যাচের ফলাফল

রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত করে ভারত। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৩৪.৩ ওভারে ১০৮ রানে অল-আউট হয়ে যায়। ৩৬ রান করেন গ্লেন ফিলিপস। ১৮ রানে ৩টি উইকেট নেন মহম্মদ শামি। পালটা ব্যাট করতে নেমে ভারত ২০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়। রোহিত শর্মা ৫১ ও শুভমন গিল অপরাজিত ৪০ রান করেন। ম্যাচের সেরা হন শামি।

24 Jan 2023, 12:38:21 PM IST

সিরিজের প্রথম ম্যাচের ফলাফল

হায়দরাবাদের উপ্পলে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানের সংক্ষিপ্ত ব্যধানে হারিয়ে দেয় ভারত। শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেটের বিনিময়ে ৩৪৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। শুভমন গিল ১৯টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১৪৯ বলে ২০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৯.২ ওভারে ৩৩৭ রানে অল-আউট হয়ে যায়। মাইকেল ব্রেসওয়েল ১২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ১৪০ রান করে আউট হন। মহম্মদ সিরাজ ৪৬ রানে ৪টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন গিল।

বন্ধ করুন

For all the latest Sports News Click Here 

Read original article here

Denial of responsibility! TechAI is an automatic aggregator around the global media. All the content are available free on Internet. We have just arranged it in one platform for educational purpose only. In each content, the hyperlink to the primary source is specified. All trademarks belong to their rightful owners, all materials to their authors. If you are the owner of the content and do not want us to publish your materials on our website, please contact us by email – [email protected]. The content will be deleted within 24 hours.