Asian Games: ক্রিকেটে মাত্র ২টি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত ভারতের, দেখে নিন সূচি
এশিয়ান গেমসে ২টি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত রুতুরাজ গায়কোয়াড়দের। চ্যাম্পিয়ন হয়ে দেশকে গোল্ড মেডেল এনে দিতে টিম ইন্ডিয়াকে জিততে হবে ৩টি ম্য়াচ। হরমনপ্রীতদের ক্ষেত্রেও ছবিটা বদলাচ্ছে না একটুও। অন্তত ২টি ম্যাচ জিতলেই পদক জয় নিশ্চিত করবে ভারতের মহিলা ক্রিকেট দল এবং সোনা জয়ের জন্য হরমনপ্রীতদের জিততে হবে মোটে ৩টি ম্যাচ।
আসলে আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বাছাই তালিকার প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে। সুতরাং, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল জিতে ফাইনালে উঠলেই সোনা অথবা রুপোর পদক নিশ্চিত করার সুযোগ রয়েছে প্রথম চারটি দলের সামনে। সেমিফাইনালে হেরে গেলেও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ জিতে ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকবে সংশ্লিষ্ট দলগুলির কাছে।
২০২৩ সালের ১ জুনের আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বাছাই তালিকা নির্ধারণ করা হবে। সেই নিরিখে ভারত তালিকার প্রথম চারে থাকবে নিশ্চিত।
এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টের দিনক্ষণ:-
এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট খেলা হবে টি-২০ ফর্ম্যাটে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল খেলা হবে ২৬ সেপ্টেম্বর। ছেলেদের ক্রিকেট শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ফাইনাল খেলা হবে ৭ অক্টোবর।
কতগুলি দল অংশ নেবে:-
মেয়েদের ক্রিকেটে মোট ১৪টি দল অংশ নেবে। ছেলেদের ক্রিকেটে অংশ নেবে ১৮টি দল। মেয়েদের ইভেন্টে মোট ১৪টি ম্যাচ খেলা হবে। ছেলেদের ইভেন্টে খেলা হবে ১৮টি ম্যাচ। ম্যাচগুলি আয়োজিত হবে হ্যাংঝৌয়ের ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনলজি গ্রাউন্ডে।
আরও পড়ুন:- Lionel Messi: সিগন্যাল ভেঙে এগিয়ে গেল গাড়ি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মেসি- ভিডিয়ো
মেয়েদের ক্রিকেট ইভেন্টের সূচি:-
১৯ সেপ্টেম্বর:-
১ নম্বর ম্যাচ: ৯ নম্বর দল বনাম ১৪ নম্বর দল।
২ নম্বর ম্যাচ: ৮ নম্বর দল বনাম ১৩ নম্বর দল।
২০ সেপ্টেম্বর:-
৩ নম্বর ম্যাচ: ৭ নম্বর দল বনাম ১০ নম্বর দল।
৪ নম্বর ম্যাচ: ৬ নম্বর দল বনাম ১১ নম্বর দল।
২১ সেপ্টেম্বর:-
৫ নম্বর ম্যাচ: ৫ নম্বর দল বনাম ১২ নম্বর দল।
৬ নম্বর ম্যাচ: প্রথম ম্যাচের জয়ী বনাম দ্বিতীয় ম্যাচের জয়ী।
২২ সেপ্টেম্বর:-
প্রথম কোয়ার্টার ফাইনাল: ১ নম্বর দল বনাম ৬ নম্বর ম্যাচের জয়ী।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: ২ নম্বর দল বনাম ৩ নম্বর ম্যাচের জয়ী।
২৪ সেপ্টেম্বর:-
তৃতীয় কোয়ার্টার ফাইনাল: ৩ নম্বর দল বনাম ৪ নম্বর ম্যাচের জয়ী।
চতুর্থ কোয়ার্টার ফাইনাল: ৪ নম্বর দল বনাম ৫ নম্বর ম্যাচের জয়ী।
২৫ সেপ্টেম্বর:-
প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ফাইনালের জয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী।
দ্বিতীয় সেমিফাইনাল: তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী।
২৬ সেপ্টেম্বর:-
তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ: প্রথম সেমিফাইনালের পরাজিত দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল।
ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।
আরও পড়ুন:- IND vs WI: ফের উৎপাত চালালেন সেই অশ্বিন, ঘরের মাঠে সব থেকে বড় ব্যবধানে টেস্ট হার ওয়েস্ট ইন্ডিজের
ছেলেদের ক্রিকেট ইভেন্টের সূচি:-
২৮ সেপ্টেম্বর:-
১ নম্বর ম্যাচ: ৯ নম্বর দল বনাম ১৪ নম্বর দল।
২ নম্বর ম্যাচ: ৮ নম্বর দল বনাম ১৫ নম্বর দল।
২৯ সেপ্টেম্বর:-
৩ নম্বর ম্যাচ: ১০ নম্বর দল বনাম ১৩ নম্বর দল।
৪ নম্বর ম্যাচ: ৭ নম্বর দল বনাম ১৬ নম্বর দল।
৩০ সেপ্টেম্বর:-
৫ নম্বর ম্যাচ: ১১ নম্বর দল বনাম ১২ নম্বর দল।
৬ নম্বর ম্যাচ: ৬ নম্বর দল বনাম ১৭ নম্বর দল।
১ অক্টোবর:-
৭ নম্বর ম্যাচ: ৫ নম্বর দল বনাম ১৮ নম্বর দল।
৮ নম্বর ম্যাচ: প্রথম ম্যাচের জয়ী বনাম দ্বিতীয় ম্যাচের জয়ী।
২ অক্টোবর:-
৯ নম্বর ম্যাচ: তৃতীয় ম্যাচের জয়ী বনাম চতুর্থ ম্যাচের জয়ী।
১০ নম্বর ম্যাচ: পঞ্চম ম্যাচের জয়ী বনাম ষষ্ঠ ম্যাচের জয়ী।
৪ অক্টোবর:-
প্রথম কোয়ার্টার ফাইনাল: ২ নম্বর দল বনাম ৮ নম্বর ম্যাচের জয়ী।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: ৩ নম্বর দল বনাম ৯ নম্বর ম্যাচের জয়ী।
৫ অক্টোবর:-
তৃতীয় কোয়ার্টার ফাইনাল: ৪ নম্বর দল বনাম ১০ নম্বর ম্যাচের জয়ী।
চতুর্থ কোয়ার্টার ফাইনাল: ১ নম্বর দল বনাম ৭ নম্বর ম্যাচের জয়ী।
৬ অক্টোবর:-
প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ফাইনালের জয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী।
দ্বিতীয় সেমিফাইনাল: তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী।
৭ অক্টোবর:-
তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ: প্রথম সেমিফাইনালের পরাজিত দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল।
ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।
For all the latest Sports News Click Here