গোল্ডেন গ্লোবের সোনার দৌড়ে ‘আরআরআর’, সেরা ছবি আর গানে পেল নমিনেশন
হয়তো এই দিনটারই অপেক্ষায় ছিলেন বহু ভারতীয় সিনেমাপ্রেমী। শুধু ভারতীয়ই কেন, সারা পৃথিবীর বহু মানুষই বোধহয় এমনই কিছু শুরুর অপেক্ষায় ছিলেন। বিশ্বের মঞ্চে প্রতিযোগিতার দৌড় শুরু করল ‘আরআরআর’। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস থামছে না অনুরাগীদের।
সোমবার গোল্ডেন গ্লোবের মনোনয়নের তালিকা প্রকাশিত হল। আর দেখা গেল, সেখানে দু’টি বিভাগে মনোনয়ন পেয়েছে রাজামৌলির ছবির। একটি ইংরেজি বাদ দিয়ে অন্য ভাষার সেরা ছবির বিভাগে মনোনয়ন, আর একটি হল সিনেমায় সেরা গানের বিভাগে মনোনয়ন। ‘নাটু নাটু’ এ জন্য নমিনেশন পেল।
এই ঘোষণার পর থেকেই সোমবার সন্ধ্যাটা একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছে ভারতীয় সিনেমাপ্রেমী এবং রাজামৌলির ছবির অনুরাগীদের কাছে। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে প্রশংসায়। এর পর শুধু পুরস্কারটি হাতে আসবে কি না, তারই অপেক্ষা।
এর আগেই অবশ্য অন্যভাবে নিজের ছবির জন্য পুরস্কার পেয়ে গিয়েছেন রাজামৌলি এবং ‘আরআরআর’-এর কলাকুশলীরা। এই ছবি দেখানো হয়েছে আমেরিকায়। প্রেক্ষাগৃহে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তখন থেকেই শোনা গিয়েছিল অস্কারের মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ‘আরআরআর’।
অস্কারের আগে গোল্ডেন গ্লোবের নমিনেশনের তালিকায় স্থান পেয়ে যাওয়াটা সেই দিকেই বড় লক্ষণ বলে মনে করছেন অনেকে। ওয়াকিবহাল মহলের ধারণা, গোল্ডেন গ্লোবের নমিনেশনের তালিকায় যখন এই ছবির নাম ঢুকে পড়েছে, তখন অস্কারের মূল পর্বের নমিনেশনেও থাকবে— তা আশা করাই যায়। সেটি আপাতত সময়ের অপেক্ষা। তার আগে দেখে নেওয়ার পালা রাজামৌলির সোনার দৌড়ের প্রথম ধাপেই জিততে পারেন কি না। সে দিকেই তাকিয়ে আছেন গোটা দেশের সিনেমা-প্রেমীরা।
For all the latest entertainment News Click Here