তাঁর সঙ্গে ঝামেলার কারণে চাকরি গিয়েছে কোচ রমেশ পাওয়ারের? মুখ খুললেন হরমন
শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বেশ ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কমনওয়েলথ গেমসের ফাইনালে খেলা হোক কিংবা এশিয়া কাপের শিরোপা জয়, সাম্প্রতিক সময়ে হরমনপ্রীতদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। ঠিক তার তিনদিন আগেই ভারতীয় সিনিয়র মহিলা দলের কোচ রমেশ পাওয়ারকে সরিয়ে দেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। এখানেই শেষ নয় সামনেই আর মাস দুয়েক পরেই অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার সেই বিশ্বকাপের আগেই এভাবে রমেশ পাওয়ারকে সরিয়ে দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের বিশ্বকাপ পারফরম্যান্স। রমেশ পাওয়ারকে সরিয়ে দেওয়া হয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার হৃষিকেশ কানিতকরকে দায়িত্ব দেওয়া হয়েছে নয়া ব্যাটিং কোচের। এমন আবহেই ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়ে দিলেন রমেশ পাওয়ারের সঙ্গে বেশ উপভোগ করেই কাজটা করেছেন তিনি।
একটা জল্পনা রটে গিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের অভিযোগের ভিত্তিতেই নাকি সরানো হয়েছে রমেশ পাওয়ারকে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের আগেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছিল। এবার সেই বিষয়তেই কার্যত মুখ খুলেছেন হরমনপ্রীত কৌর। তিনি জানিয়েছেন ‘এরকম কোনও ঘটনাই ঘটেনি (রমেশ পাওয়ারের সঙ্গে তাঁর মতানৈক্য নিয়ে)। রমেশ স্যারের সঙ্গে কাজ করাটা আমি সবসময় উপভোগ করেছি। যখন সুযোগ পেয়েছি তখনই উপভোগ করে কাজ করেছি। ওনার তত্ত্বাবধানে দল হিসেবে আমরা উন্নতি করেছি অনেকটাই। ওনার থেকে আমরা অনেক কিছুই শিখেছি। এটা বিসিসিআইয়ের সিদ্ধান্ত। তাঁরাই ওনাকে এনসিএতে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। ওখানে উনি স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। আমরা যখন এনসিএতে যাব স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পাব।’
দলে কানিকতকরের যোগদান প্রসঙ্গে তিনি জানান ‘ঋষি স্যার আমাদের সঙ্গে রয়েছে। ওনার সঙ্গে আমাদের কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। শ্রীলঙ্কাতে ওনার সঙ্গে আমরা কাজ করেছি। ঋষি স্যারের অগাধ অভিজ্ঞতা রয়েছে। আমরা মুখিয়ে রয়েছি উনি আমাদের দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে। আমি মনে করি আমরা সঠিক হাতেই রয়েছি। বিসিসিআই যে সিদ্ধান্ত নিক না তার সঙ্গে আমরা সম্পূর্ণ সহমত। ‘
সমবেতন প্রসঙ্গে হরমনপ্রীত জানিয়েছেন ‘ বিসিসিআই একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে। একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা সবসময় এইভাবে স্বীকৃতি পেতে চাই। এই সমবেতনের সিদ্ধান্ত বর্তমান ক্রিকেটারদের অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি ভবিষ্যত প্রজন্মকে ও উৎসাহিত দেবে। বিসিসিআই আমাদের হাতে অনেক বেশি দায়িত্ব দিয়েছে। অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা আমাদের ১০০ শতাংশ দিতে বদ্ধপরিকর।’
For all the latest Sports News Click Here