‘সেক্স আমার সব না, যদিও বউয়ের সঙ্গে ভালোই লাগে’, কফি উইথ করণ নিয়ে বিস্ফোরক বিবেক
কাশ্মীর ফাইলস পরিচালক বিবেক অগ্নিহোত্রি মুখ খোলা মানেই যেন বোম পড়া। সম্প্রতি যেমন এক সাক্ষাৎকারে করণ জোহরের শো ‘কফি উইথ করণ’ নিয়ে মুখ খুললেন তিনি। সঙ্গে জানালেন, সেখান থেকে ডাক আসলেও তিনি যাবেন না। কারণ এই চ্যাট শো তাঁর কাছে ‘bullsh*t’।
চলতি সিজনে একাধিক তারকার সেক্স লাইফ নিয়ে আলোচনা হয়েছে এখানে। তাপসী তো মজা করে বলেই ফেলেছেন, তাঁর সেক্স লাইফ অতটাও উত্তেজক নয়, তাই করণ জোহর তাঁকে সেখানে ডাকেন না। এবার কিছুটা এই সুরেই কথা বললেন বিবেক। জানালেন, ‘না আমি যাব না। কারণ সত্যি আমার ওই শো-কে দেওয়ার মতো কিছুই নেই। আমি এখন মধ্য-বয়সী মহিলাদের থেকে একটু বেশিই বয়সের। আমার দুটো সন্তান রয়েছে। সুতরাং আমার জন্য যৌনতা জীবনের আসল উদ্দেশ্য নয়। আমি ওখানে বসেও খুব অদ্ভুদ বোধ করব কারণ আমার এই জায়গাটা খুব কৃত্তিম লাগে। এই তো আমি আপনার সঙ্গে কথা বলছি। ঘণ্টার পর ঘণ্টা যে কোনও টপিকে কথা বলতে পারব, তা সেক্স নিয়ে হোক না কেন। কিন্তু ওখানে ওটাই সব। আমি খুব ধার্মিক একজন মানুষ। আমার জীবনে সেক্সই সব নয়… যদিও স্ত্রীর সঙ্গে সেটা খুবই উপভোগ করি আমি। তবে তার মানে তো এটা নয় সারাক্ষণ সেক্স নিয়ে ভাবব। কে কাকে ছেড়ে দিল, কে কার সঙ্গে বিছানা শেয়ার করল।’ আরও পড়ুন: কোন গান শুনতে শুনতে শারীরিক সম্পর্কে লিপ্ত হন করণ? উত্তর শুনে চমকেছেন অতিথিরা
‘আমার ওটাকে একদম নিম্নমানের শো লাগে। কারণ কেউ জানেই না ওই শো-র কি উদ্দেশ্য। তুমি নিজের ইনার সার্কেলের মধ্যেই তা করছ। একে-অপরকে খুশি করার চেষ্টা করছ। কোনও মানেই হয় না এসবের।’, আরও বলেন বিবেক অগ্নিহোত্রি।
প্রসঙ্গত, তাপসীর বলা তাঁর ‘সেক্স লাইফ ইন্টারেস্টিং না’ মন্তব্য সম্প্রতি মুখ খুলেছেন করণ। জানিয়েছেন, ‘এটা ১২ পর্বের শো। এমনভাবে কাউকে ডাকতে হয়, যাতে কমবিনেশনে অতিথিদের ডাকা যায়। তাপসীকে বলতে চাই, এর পরে যখন ওঁকে ডাকব, খুব মজার কিছু কমবিনেশন ভাববো। ওর সঙ্গে কাকে ডাকা যায়, সেটি নিয়ে কথা বলব। যদি ও না বলে দেয়, আমার খারাপ লাগবে।’
For all the latest entertainment News Click Here