যেন রূপকথার রাজকন্যা! এম্ব্রয়ডারি কাজ করা প্যাস্টেল রঙের লেহেঙ্গায় অপ্সরা কৃতি
‘আদিপুরুষ’ ছবির মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে অভিনেত্রী কৃতি শ্যানন। বিশেষ করে প্রতিটা প্রোমোশনে কৃতির এথেনিক ফ্য়াশন থেকে চোখ সরছে না ভক্তদের। সেরার থেকে সেরা এথেনিক আউটফিটে ধরা দিয়েছেন অভিনেত্রী।
গরমে বিয়ের মরশুমে কৃতির ইনস্টাগ্রাম ডায়েরিতে ফ্যাশন উত্সাহীদের অনুপ্রেরণাদায়ক ফ্যাশনের যেন ভাণ্ডার। প্যাস্টেল গোলাপি রঙের লেহেঙ্গায় যেন রূপকথার রাজকন্যের মতো লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর থেকে চোখ সরাতে পারছেন না ভক্তরা। আরও পড়ুন: মিনি ড্রেসে আবেদনময়ী লুকে শর্বরী, নায়িকা যেন ‘বার্বি ডল’
কৃতির ফ্য়াশন স্টাইলিস্ট সুকৃতি গ্রোভার ফ্য়াশনেবল লেহেঙ্গায় অভিনেত্রীর লেটেস্ট ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমের পাতায়। ছবিতে অপরূপা দেখাচ্ছে কৃতিকে। লেহেঙ্গায় তিনি যেন কোনও রূপকথার রাজকন্যে। কৃতির ছবিগুলি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। নায়িকাকে দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।
ফ্যাশন ব্র্যান্ড নচিকেত বারভের কাস্টম-মেড পোশাকে নিজেকে সাজিয়েছেন কৃতি। প্যাস্টেল গোলাপি লেহেঙ্গায় অর্গানজা ফ্যাব্রিকের কারুকাজ করা। থ্রি কোয়াটার হাতার ব্লাউজে সঙ্গে গোটা লেহেঙ্গা জুড়ে ফ্লোরাল এম্ব্রয়ডারি কাজ করা। মাথা থেকে পা পর্যন্ত কমনীয়তা প্রকাশ, কৃতি সুন্দরভাবে একটি ম্যাচিং দোপাট্টা নিয়েছেন।
পোশাকের সঙ্গে মুক্তোর চোকার, ফুলের প্যাটার্নের পার্ল স্টাড কানের দুল, সাদা মুক্তোর চুড়ি এবং আংটি দিয়ে তাঁর লুককে সাজিয়েছে অভিনেত্রী। নিখুঁত রূপটানে অভিনেত্রীর থেকে চোখ ফেরানো দায়।
‘আদিপুরুষ’-এ সীতার ভূমিকায় দেখা গিয়েছে কৃতিকে। ছবিতে আরও অভিনয় করছেন প্রভাস এবং সইফ আলি খান। মুক্তির প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১৪০ কোটির ব্যবসা হাঁকিয়েছিল এই ছবি (সব ভার্সন মিলিয়ে)। দ্বিতীয় দিনও সেঞ্চুরি হাঁকাল ‘আদিপুরুষ’। প্রযোজনা সংস্থা টি-সিরিজের তরফে টুইট বার্তায় জানানো হয়, বিশ্ব বক্স অফিসে ছবির দ্বিতীয় দিনের কালেকশন ১০০ কোটি টাকা। সুতরাং দু-দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ২৪০ কোটি টাকা।
দর্শক, সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করলেও দুর্দান্ত মার্কেটিং-এ ভর করে বক্স অফিসের প্রাথমিক পুরো নম্বর পেয়ে উতরে গিয়েছেন প্রভাস, কৃতি শ্যাননরা। ভারতে তৈরি অন্যতম বিগ বাজেট ছবি ওম রাউতের এই ফিল্ম।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here