বেবিকাকে প্যান্ট খুলে নিতম্ব প্রদর্শন, জাদের কাণ্ডে চটলেন সলমন
বিগ বস OTT ২ -তে রীতিমত হইচই ফেলে দিয়েছেন জাদ হাদিদ। তাঁর কাণ্ডকারখানা দেখে ভক্তদের রীতিমত ঘুম ছুটেছে। তাহলেই ভাবুন সঞ্চালক সলমন খানের কী অবস্থা! সম্প্রতি ঘটা দুটি আপত্তিজনক ঘটনার জন্য তিনি রীতিমত এই লেবানিজ মডেলকে তুলোধনা করলেন উইকেন্ড কা ভার পর্বে।
বেবিকা ধ্রুব নামক এক অংশ গ্রহণকারী আছেন এবারের সিজনে। তাঁকেই সম্প্রতি প্যান্ট খুলে পিছন দেখিয়েছেন জাদ। শুধুই কি তাই? কিছুদিন আগেই তিনি আকাঙ্ক্ষা পুরি নামক আরেক অংশ গ্রহণকারীকে চুমু খেয়েছেন।
এই দুই বিষয়ে সলমন জাদকে বলেন, ‘এসব গিয়ে আবু ধাবিতে করবেন। জিসিসি বেল্টে গিয়ে এসব কাজ করে দেখবেন। সৌদি আরবে করে দেখবেন এটা। তারপর বুঝব।’ সলমনের বকা খেয়ে জাদ হাদিদ অবশ্য ক্ষমা চেয়ে নেন। বলেন এটা তিনি ভুল করে করেছেন। সলমন পুনরায় তাঁর উপর ঝাঁঝিয়ে উঠে বলেন, ‘কখন ক্ষমা চেয়েছেন? এখন? বলার পর?’ উত্তর এই মডেল বলেন, ‘না না, আমি তখনই বলেছিলাম। কিন্তু ও (বেবিকা) তখন ভালো মুডে ছিল না যাতে আমি ওকে বোঝাতে পারি গোটা বিষয়টা।’
সলমন কিন্তু মোটেই তাঁর বক্তব্যে বা ক্ষমা চাওয়া শুনে শান্ত হন না। তিনি যে কতটা বীতশ্রদ্ধ গোটা ঘটনায় সেটা বুঝিয়ে বলেন, ‘আপনি যা করেছেন সেটা হয়তো অনেকেরই খারাপ লাগেনি। কিন্তু আবার একই সঙ্গে অনেকেই বিরক্ত হয়েছেন। ভারত ভীষণই রক্ষণশীল দেশ। একই সঙ্গে সহজে ক্ষমাও করে দিতে জানে। আমরা লক্ষাধিক বার মানুষকে ক্ষমা করে দিই তাঁদের ভুল দেখার পরেও। আর তুমি? ওরা তো তোমায়, আবদু (রজিক)-কে ভালোবাসে। তোমাদের ভাষা না বুঝেও আপন করে নিয়েছে। কিন্তু এই দুটো ঘটনা? এগুলো কি? চুমুর ঘটনাটা যদিও বা সরিয়ে রাখি, তবে এটা কি?’
সলমনের বকা খেয়ে সুর বদলান জাদ। তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি সম্পূর্ণ দোষ নিচ্ছি। আমি গোটা ভারত, আপনাদের সবার কাছে, এই বাড়ির প্রতিটা সদস্যের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক বড় ভুল করেছি। আমি আমার মেয়ের নামে শপথ করে বলছি আর হবে না। আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি।’
এরপর সলমন তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনার মেয়েও আছে? কত বড় সে?’ উত্তরে এই লেবানিজ মডেল বলেন ৪ বছর। শুনে ভাইজান তাঁকে সাফ সাফ বলেন মেয়ের জন্য অন্তত আপনার এটা করা উচিত হয়নি।
For all the latest entertainment News Click Here