বিয়েবাড়িতে নির্দ্বিধায় ব্যবহার করুন বলিউডি গান, থাকছে না আর কপিরাইটের ভয়
বিয়েতে আজকাল অনেকেই বলিউডি গান বাজান, চলে নাচ গান। কিন্তু অনেক সময় কপিরাইটের সমস্যা দেখা যেত। আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার ভয়ও ছিল এতদিন এবার সেই ঝামেলা থেকে আমজনতা এবং ওয়েডিং প্ল্যানারদের নিষ্কৃতি দিল কেন্দ্র।
কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল বিয়ে বাড়িতে বা অন্য অনুষ্ঠানে বলিউড গান ব্যবহার করলে আর কাউকে আইনি ঝামেলায় জড়াতে হবে না। কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একাধিক অভিযোগের ভিত্তিতে। একাধিক কপিরাইট সোসাইটি বিয়ে বাড়িতে বলিউডি গান বাজানো নিয়ে অভিযোগ জানিয়েছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
একটি পাবলিক বিজ্ঞপ্তিতে ডিপার্টমেন্ট অব প্রমোশন ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের তরফে জানানো হয়েছে তাঁরা আমজনতা এবং একাধিক ওয়েডিং প্ল্যানার বা স্টেক হোল্ডারদের থেকে অভিযোগ পেয়েছেন যে এই কপিরাইট সোসাইটিগুলো তাঁদের থেকে বিয়ে বাড়িতে বলিউডি গান চালানোর জন্য রয়ালটি আদায় করেছে।
কপিরাইট অ্যাক্ট ১৯৫৭ এর সেকশন ৫২ তে এমন কিছু আইনের কথা বলা আছে যা কপিরাইট লঙ্ঘন করবে না। এখানে বলা হয়েছে কোনও ধর্মীয় অনুষ্ঠান বা অফিসিয়াল অনুষ্ঠানে কোনও বিশেষ সাহিত্যিক, নাটকীয় বা বাদ্যযন্ত্রের কাজ যদি ব্যবহার করা হয় সেটাকে কপিরাইট লঙ্ঘন করা বলে না। এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বিয়ে বা বিয়ে সম্পর্কিত অন্যান্য অনুষ্ঠানও পড়ে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
কেন্দ্রের তরফে এদিন আরও জানানো হয়েছে যদি এরপর কোনও কপিরাইট সোসাইটির তরফে এভাবে কোনও স্টেক হোল্ডার বা কোনও ব্যক্তির কাছে গিয়ে টাকা দাবি করা হয় গান বাজানোর জন্য সেটা অন্যায্য। সেটাকে যেন আমল দেওয়া না হয়। টাকা না দেওয়া হয়।
কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি আমজনতা সহ সেই সমস্ত ব্যক্তি যাঁরা যে কোনও বিয়ে বাড়ির সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ ওয়েডিং প্ল্যানাররা।
For all the latest entertainment News Click Here