বিপিএলে ভালো পারফরম্যান্স, আমিরের জন্য খুলতে পারে জাতীয় দলের দরজা: হারুন রশিদ
শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি অনেকদিন আগেই জানিয়ে ছিলেন, বাহাতি পেসার মহম্মদ আমির জাতীয় দলে ফিরতে চাইলে তিনি কোনও বাঁধা দেবেন না। মহম্মদ আমির নিজেও জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বারবার। আর এবার মহম্মদ আমির এবং শোয়েব মালিকের মতন অভিজ্ঞ তারকাদের যেন অভয়বানী শোনালেন পিসিবির বর্তমান প্রধান নির্বাচক হারুন রশিদ। তিনি জানিয়ে দিলেন পারফরম্যান্স করতে পারলে জাতীয় দলের দরজা খোলা সবার জন্য। জাতীয় দলে নির্বাচিত হতে গেলে শেষ কথা বলবে যে পারফরম্যান্স তা নিশ্চিত করে দিয়েছেন তিনি। আর এমন দিনে হারুন এই কথাটা বলেছেন সেদিনকেই আবার বাংলাদেশ প্রিমিয়র লিগ অর্থাৎ বিপিএলে প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদির নজিরও স্পর্শ করেছেন আমির।
সোমবার ম্যাচে দুই উইকেট নিয়েছেন আমির। উল্লেখ্য সেই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স ৩১ রানে হারিয়ে দিয়েছে খুলনা টাইগার্সকে। বিপিএলের ইতিহাসে বোলার হিসেবে দ্রুততম ৫০ উইকেট সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে রয়েছেন শাহিদ আফ্রিদি। আর এদিন ম্যাচে সেই নজির স্পর্শ করেছেন আমিরও। উল্লেখ্য এই তালিকায় শীর্ষে রয়েছেষ প্রাক্তন ক্যারিবিয়ান তারকা কেভিন কুপার। তিনি ৩০ ম্যাচে নিয়েছিলেন ৫০ উইকেট।
প্রসঙ্গত দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলেন পাকিস্তানের আমির ও শোয়েব মালিক। বিপিএলের মথন প্রতিযোগিতাতেও তাঁদের পারফরম্যান্স অত্যন্ত ভালো। আর আমিরের সোমবিরের ম্যাচের পারফরম্যান্সের পরেই পিসিবি প্রধান নির্বাচক হারুন রশিদ জানিয়েছেন পারফরম্যান্স করলে জাতীয় দলের দরজা এখনও খোলা আমির-মালিকদের জন্য। উল্লেখ্য চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন অলরাউন্ডার শোয়েব মালিক। অন্যদিকে আমির খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।
উল্লেখ্য চলতি বিপিএলে মালিক ৮ ম্যাচে ৩৮.৫০ গড় এবং ১৩৪.৩০ স্ট্রাইক রেটে করে ফেলেছেন ২৩১ রান। অন্যদিকে ইতিমধ্যেই ৫.৯৩ ইকোনমি রেটে ১৩ উইকেট নিয়েছেন আমির। এরপরেই পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ জানিয়েছেন, ‘দেখতে হবে বর্তমান কম্বিনেশনে কোন ক্রিকেটারকে কোথায় খেলানো যায়। আমাদের এটাও দেখতে হবে যে গুরুত্বপূর্ণ সময়ে মালিকের মতো ক্রিকেটার পাকিস্তানের জয়ে কতটা ভূমিকা রেখেছে এবং রাখতে পারে। আমিরের বিষয়ে আমি শুনেছি সে অবসর ভেঙে ফেরার কথা ভাবছে। আমি বলতে চাই যে সে যদি ২২ গজে ভালো পারফরম্যান্স করতে পারে তাহলে অবশ্যই নির্বাচকদের নজরে থাকবে। ক্রিকেটারদের উচিত খেলায় মনোযোগ দেওয়া। বর্তমানে অনেক ক্রিকেটারই রয়েছে যারা প্রথম একাদশে খেলার যোগ্যতা রাখে। কাকে খেলানো হবে বা কাকে হবে না সবকিছুই নির্ভর করে পরিবেশ, পরিস্থিতি উপরে।’
For all the latest Sports News Click Here