বাবা হলেন আদিত্য নারায়ণ, ‘শুধু প্রার্থনা করছিলাম আমার যেন…’, ইচ্ছেপূরণ হল?
মেয়ের মা হলেন অভিনেত্রী শ্বেতা আগারওয়াল। দিন কয়েক আগেই ফুটফুটে কন্যা সন্তানের জন্মদিন দিয়েছেন আদিত্য নারায়ণ পত্নী, কিন্তু সেই খবর এতোদিন লুকিয়ে রেখেছিলেন সারেগামাপা-র সঞ্চালক। অবশেষে সত্যিটা ফাঁস করলেন উদিত পুত্র। গত ২৪শে ফেব্রুয়ারি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন শ্বেতা। মেয়ের বাবা হতে পেরে উচ্ছ্বসিত আদিত্য, জানালেন তাঁর প্রার্থনা গ্রহণ করেছেন ঈশ্বর।
এক সাক্ষাত্কারে আদিত্য জানান, ‘সবাই বলছিল আমাদের নাকি ছেলে হবে। কিন্তু আমি মনে মনে একটাই প্রার্থনা করছিলাম ভগবান আমার যেন মেয়ে হয়। আমার মনে হয় মেয়েরা তাঁর বাবার সবচেয়ে কাছের হয়, আমি খুব খুশি যে আমার ঘরে লক্ষ্মী এসেছে। আমরা এখন স্বামী-স্ত্রী থেকে বাবা-মা হতে পেরে গর্বিত’।
বাবা হওয়ার পর স্ত্রীর প্রতি সম্মান আরও বেড়ে গিয়েছে জানালেন আদিত্য। তিনি বলেন, ‘সন্তানের জন্মের সময় আমি শ্বেতার সঙ্গেই ছিলাম। আমার মনে হয় একজন নারীরই এতটা সহ্য শক্তি থাকতে পারে সন্তানকে জন্ম দেওয়ার। শ্বেতার প্রতি আমার ভালোবাসা আর সম্মান দুটোই এখন আরও বেড়ে গেছে। একজন মেয়ে যখন মা হয় তখন তাঁকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। সেটা মোটেই সহজ নয়’।
দাদু-ঠাকুমা, থেকে বাবা- পরিবারের সবাই সংগীতের সাধক। আদিত্য কন্যার ডিএনএ-তে মিউজিক রয়েছে। বাবা জানালো, মেয়ের জন্য জমিয়ে গান গাইছেন তিনি। আদিত্যর বোন একরত্তিকে উপহার হিসাবে একটি মিউজিক প্লেয়ার দিয়েছে। সেখানে ঘুম পাড়ানি গান এবং আধ্যাত্মিক সংগীত বাজে। সংগীতের সফর ইতিমধ্যেই শুরু করে ফেলেছে মেয়ে, নিশ্চিত বাবা আদিত্য।
নাতনিকে নিয়ে উদিত নারায়ণের কী প্রতিক্রিয়া? আদিত্য জানালেন তাঁর বাবা রীতিমতো ঘোরে রয়েছেন। আনন্দে আত্মহারা উদিত নারায়ণ। শুরুতে তো নাতনিকে কোলে নিতেও ভয় পাচ্ছিলেন, পাছে সে হাত ফসকে পড়ে যায়। সারাদিন ছোট্ট সোনামণির খেয়াল রাখতেই ব্যস্ত উদিত নারায়ণ। পরিবারের সবার মধ্যমণি এখন আদিত্য-শ্বেতার সন্তান।
উল্লেখ্য, ২০২০ সালের ১লা ডিসেম্বর ‘শাপিত’ কো-স্টার শ্বেতা আগারওয়ালকে বিয়ে করেন আদিত্য। বিয়ের এক বছর দু-মাসের মধ্যেই মেয়ের বাবা হলেন তিনি।
For all the latest entertainment News Click Here