ডট বল করার চেষ্টা করেছি, ওং ফুলটসে উইকেট নেওয়ার- নিজে সাফল্য না পেলেও খুশি সাইকা
শুভব্রত মুখার্জি: প্রথম মহিলা প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে এখনও পর্যন্ত সফলতম দল মুম্বইয়ের পুরুষদের টিম। আর মুম্বইয়ের মেয়েরাও উদ্বোধনী লিগের শিরোপা জিতে সাফল্যের ইতিহাস লিখে ফেলল। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে হরমনপ্রীত কৌরের টিম। তিন বল বাকি থাকতে এক রুদ্ধশ্বাস ফাইনাল জিতে নেয় তারা। ফাইনাল জয়ের পরে দলের আনক্যাপড ভারতীয় ক্রিকেটার সাইকা ইশাক জানিয়েছেন, তাঁর আনন্দ প্রকাশের কোনও ভাষা নেই। তাঁর কাছে এই জয় স্বপ্ন সত্যি হওয়ার মতন।
আরও পড়ুন: হরমনরা জিতলেন, আর মাঠেই সেলিব্রেশনের বাঁধ ভাঙল রোহিত-সূর্যদের- ভিডিয়ো
ম্যাচ শেষে সাইকা বলেন, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারছি না (ফাইনাল জয়ের আনন্দ)। এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতন। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। ফাইনাল জয়ের ঘোর এখনও কাটেনি। আমি যতটা সম্ভব ডট বল করার চেষ্টা করেছি। ওং-এর (ইসি) পরিকল্পনা ছিল উইকেট নেওয়ার। ওর পরিকল্পনা ছিল ফুল টস বলে উইকেট নেওয়ার (হাসি)। আমি আমাদের সমস্ত সমর্থকদের ধন্যবাদ জানাব। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। তাঁরা যে ভাবে আমাদের সমর্থন করেছে, তা এক কথায় অতুলনীয়।’
আরও পড়ুন: অনুশীলনে যোগ বিরাটের, কোহলি-কোহলি শব্দব্রহ্মে কাঁপল চিন্নাস্বামী- ভিডিয়ো
প্রসঙ্গত এ দিন প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস। নয় উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে তারা করে ১৩১ রান। সাইকা ৪ ওভার বল করে কোনও উইকেট পাননি। দিয়েছেন ২৮ রান। ইসি ওং এ দিন ৪২ রান দিয়ে নেন তিন উইকেট। পাশাপাশি হেইলি ম্যাথিউজও মাত্র পাঁচ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক মেগ ল্যানিং। শিখা পাণ্ডে করেন ২৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ন্যাট সিভার-ব্রান্টের অপরাজিত ৬০ রানে ভর করে জয় নিশ্চিত করে মুম্বই। তাঁকে যোগ্য সঙ্গত দেন হরমনপ্রীত কৌর। তিনি করেন ৩৭ রান।
For all the latest Sports News Click Here