চিপসের বিজ্ঞাপনে আলিয়ার বডি ডবল, শ্যুট করল রণবীরের সাথে! আসল-নকল ফারাক করা দায়
বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক ফিল্মস্টারের বডি ডবল আছে, যারা তাদের জন্য ফিল্ম থেকে বিজ্ঞাপন পর্যন্ত কাজ করে থাকে। ঠিক যেমন আছে আলিয়া ভাটেরও। নানা বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। বিশেষ করে যেখানে আলিয়ার মুখ ছাড়া শরীর, হাত, পিঠ বা অন্যান্য অংশ দেখানো হয়, তখন কাজ করে এই মেয়েটি। আলিয়া ভাটের বডি ডাবল নিজেই অনেক ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি লে’র বিজ্ঞাপনের শ্যুটের একটি বিহাইন্ড দ্য সিন ভিডিয়ো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
এর আগে ফ্লিপকার্টের বিজ্ঞাপন থেকেও বিহাইন্ড দ্য সিন ভিডিয়ো শেয়ার করেছিলেন কৃপালিয়া। এছাড়াও তিনি কৃপালিয়া নেটফ্লিক্স, মান্যভার, মেক মাই ট্রিপ, স্যামসাং, ফোনপে-এর মতো অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপনের অংশ হয়েছেন। ইনস্টাগ্রাম আইডি @alternate_alia।
যদিও এই খবর একেবারেই ভালোমতো নেয়নি সোশ্যাল মিডিয়া ব্যবহরাকরীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন একটা বিজ্ঞাপনে ঠিক কোন কাজে আলিয়া ব্যবহার করেন নিজের বডি ডবল। কেউ কেউ আবার বলেছেন, এই সেদিন বলিউডে পা রেখেও আলিয়া এখনই শ্যুটে বডি ডবল ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন তিনি নেপোটিজমের ফলাফল। কেউ কেউ তো ধিক্কার জানাতেও ভোলেননি।
আবার কারও কারও মত এই সমস্ত বিজ্ঞাপনের নির্মাতারা নিজেদের স্বার্থেই তারকাদের বডি ডবল ব্যবহার করে থাকেন। এতে করে, তাঁদের তারকাদের পিছনে কম টাকা খরচ করতে হয়।
আপাতত আলিয়া প্রস্তুতি নিচ্ছেন এসএস রাজামৌলি-র ‘RRR’র জন্য। এছাড়াও ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা আছে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, ব্রহ্মাস্ত্র-র। কাজ চলছে ‘রকি অউর রনি কি প্রেম কাহানির’ও!
For all the latest entertainment News Click Here