ওয়ার্নের মৃত্যুর কথা জানার পরে সেই রাতে ঘুমাতে পারিনি: বিশ্বকাপজয়ী পাক তারকা
শুভব্রত মুখার্জি: মাত্র ৫২ বছর বয়সে বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি শেন ওয়ার্নের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুকে এখনও মেনে নিতে পারেনি গোটা বিশ্ব। আজ অর্থাৎ বৃহস্পতিবার তার মরদেহ নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়াতে। মার্চ মাসের ৩০ তারিখ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। ওয়ার্নের মৃত্যুর ঘটনা নিয়ে বলতে গিয়ে বিশ্বকাপ জয়ী প্রাক্তন পাক তারকা ওয়াসিম আক্রম জানালেন ওয়ার্নের কথা জানার পরে সেই রাতে তার ঘুয় হয়নি।
প্রসঙ্গত ২২ গজে প্রায় সমসাময়িক ছিলেন দুই কিংবদন্তি ওয়ার্ন ও আক্রম। একে অপরের কঠিনতম প্রতিদ্বন্দ্বী ও ছিলেন তারা। খেলা ছাড়ার পরে শেষ কয়েক বছরে বেশ ভাল বন্ধু হয়ে গিয়েছিলেন দুই কিংবদন্তি। সেই সূত্রেই ওয়াসিম জানালেন গোটা বিশ্বের মতন তিনি ও স্তম্ভিত। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ওয়ার্ন আর নেই। আমি ওয়ার্নের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদেরকে সমবেদনা জানিয়েছি।
এক সাক্ষাৎকারে ওয়াসিম জানিয়েছেন ‘প্রত্যেকের মত আমিও বেশ স্তম্ভিত। আমি শেষ ৫-৬ বছরে ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম। আমরা একে অপরের খুব কাছের বন্ধু হয়ে গেছিলাম। কারণ ওয়ার্ন আমার স্ত্রী এবং ইন-লসদের পারিবারিক বন্ধু ছিলেন। আমার খুব খারাপ লাগছে ওর বাবা-মা কিথ এবং ব্রিগেটের জন্য। ওর সন্তান জ্যাকসন, ব্রুক এবং সামারের জন্য ও আমার বেশ মন খারাপ হচ্ছে। আমার মনে আছে আজ থেকে ৪-৫ বছর আগে ওয়ার্ন এবং সচিন অবসর নেওয়া আমাদের মতন ৫০ জন ক্রিকেটারকে আমেরিকাতে নিয়ে গেছিল। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও হিউস্টনে আমরা তিনটে ম্যাচ ও খেলেছিলাম। ওয়ার্ন ওখানে সবকিছু চিনত। আমাদের ডিনার থেকে ঘোরার ব্যবস্থা সব ও করে দিয়েছিল। আমার কাছে ওর মৃত্যুটা মেনে নেওয়া কঠিন। টেস্ট ম্যাচে ও একদিনে একাধিক ওভার টানা বল করতে পারত। ওর ক্রিকেট ধারাভাষ্যও ছিল বেশ প্যাশনেট। ওর মৃত্যুর খবর শোনার পরে আমি সেই রাতে ঘুমাতে পারিনি।’
For all the latest Sports News Click Here