ঋতুস্রাবের সময় কেমন দশা হয় তাঁর? ভিডিয়ো দিয়ে মনের কথা বোঝালেন ‘মিঠাই’ সৌমিতৃষা
ঋতুস্রাব বা পিরিয়ড নারীদের একটি অতি সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তা সত্ত্বেও ২০২৩-এ দাঁড়িয়েও ঋতুস্রাব নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না অনেকেই। কারণ ভারতীয় সমাজব্যবস্থায় সেটি আজও ট্যাবু। কিন্তু পর্দার মতো বাস্তবেও স্রোতের বিপরীতে হাঁটতেই ভালোবাসেন মিঠাইরানি। সদ্য শেষ করেছেন ‘মিঠাই’-এর শ্যুটিং। এর মাঝেই ‘প্রধান’-এর শ্যুটিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত। তার মাঝে সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল ভিডিয়ো শেয়ার করে নেন সৌমতৃষা। সেখানেই ‘ওম্যান ক্যালেন্ডার’ শীর্ষক একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। সেখানে কী দেখানো হয়েছে? ঋতুস্রাব শুরুর ৮ দিন আগে থেকেই চিন্তায় ঘুম উড়ে যায় মেয়েদের। এরপর শুরু বেশি করে জাঙ্ক ফুড খাওয়া, অল্পতেই খিটখিট করা-বিরক্তি ভাব, কখনও বিছানায় বসে চিপসের প্যাকেট শেষ করা আবার কখনও বাথরুমে বসে কান্না। মুখে পিম্পল বার হচ্ছে কিনা আয়নার সামনে দাঁড়িয়ে ঘনঘন চেক করা। আর ঋতুমতী অবস্থার প্রথম দু-দিন বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরে সারাদিন কাটানো! আর তিনদিন পর সেজেগুছে বাইরে যাওয়ার জন্য তৈরি।
এই ভিডিয়ো শেয়ার করে সৌমিতৃষা ক্যাপশনে লেখেন- ‘একদম সত্যি (So True)’। ঋতুমতী অবস্থাতে হামেশাই যে বিছানায় শুয়ে সময় কাটানোর সুযোগ মেয়েদের থাকে তা নয়, কিন্তু মানসিকভাবে এই ভিডিয়োর সঙ্গে আত্মস্থ হতে পারছেন সকলেই। সোশ্যালে রীতিমতো ভাইরাল হেলথ ন্যাগের এই ভিডিয়ো।
আরও পড়ুন-বাঁচাল মিঠাইয়ের হাত! শেষ এপিসোডে দেখা নেই ‘দিদিয়া’ কৌশাম্বির, সঙ্গে থাকছে ডবল ধামাকা
একরাশ মন খারাপের মাঝেই আজ (শুক্রবার) সন্ধ্যা শেষ হচ্ছে ‘মিঠাই’-এর জার্নি। যার শুরু আছে, তার শেষ হবে এটাই স্বাভাবিক। তবুও ‘মিঠাই’ শেষের আগে মন খারাপ ঘিরে ধরেছে কলাকুশলী থেকে ফ্যানেদের। এদিনও ইনস্টায় ‘মিঠাই’-এর সুদীর্ঘ আড়াই বছরের জার্নির বেশকিছু ঝলক তুলে ধরেন সৌমিতৃষা। আর লেখেন- ‘তোমাদের ভালোবাসায় মনোহরার সবাই বেঁচে থাকব আজীবন! জয় গোপাল!’
মিঠাই শেষ হতে না হতেই কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক পেয়েছেন সৌমিতৃষা। ‘প্রধান’ ছবিতে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সৌমিতৃষা। পরিচালনায় অভিজিৎ সেন। এর ‘প্রজাপতি’-র মতো ব্লকবাস্টার ছবির পরিচালকের হাত ধরে স্বপ্নের সফর শুরু হচ্ছে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত নায়িকার। ‘প্রধান’-এর ন্যারেশন শুনে ফেলেছেন দেব। অভিনেতা-প্রযোজক নিজেই ফাঁস করেছেন উত্তরবঙ্গে ‘প্রধান’-এর শ্যুটিং করবেন তিনি। দেব-সৌমিতৃষা ছাড়াও থাকছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।
For all the latest entertainment News Click Here