ইন্ডাস্ট্রির লিডিং হিরো বলে এত টাকা পাই- দাবি বনির, হেসে কূল পাচ্ছে না নেটপাড়া
বনি সেনগুপ্ত নামটা এতদিন যাঁরা জানতেন না, তেমন বাংলা ছবি দেখেন না তাঁরাও জেনে গিয়েছেন। খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ৪০ লাখ টাকা বনির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কিছুদিন আগেই কুন্তল গ্রেফতার হন নিয়োগ দুর্নীতি কাণ্ডে। এরপরই জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বনিকেও।
ইডির তরফে ডাক পাঠানো হয় বনিকে। দুঘণ্টা ধরে মঙ্গলবার, ১৪ মার্চ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এর আগের দিন তাঁকে ৮ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল। প্রথমদিনের জিজ্ঞাসাবাদের পর বনি যা যা জানিয়েছেন ইডিকে সেটার প্রমাণ হিসেবে তাঁকে নথি জমা করতে বলা হয়েছিল। বনি ইডিকে জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন যে তাঁকে একটি ছবির জন্যই কুন্তল এই টাকাটি দিয়েছিলেন। ৪০ লাখ টাকা তাঁর পারিশ্রমিক হিসেবেই দিয়েছিলেন কুন্তল। কিন্তু বনি সেনগুপ্ত একটি ছবির জন্য ৪০ লাখ টাকা নেন? প্রশ্ন উঠছে।
তবে মঙ্গলবার ইডির দফতর থেকে বেরিয়ে বনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। এতগুলো বছর খেটে আমি পরিশ্রম করে এই পারিশ্রমিক অর্জন করেছি। তাই সেটার ওপর কেউ কথা বলতে পারে না।’ তাঁর এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়। চলতে থাকে ব্যাপক ব্যঙ্গ বিদ্রুপ।
সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই প্রশ্ন বনির কটা ছবি বক্স অফিসে হিট করেছে? ২০১৪ সালে কেরিয়ার শুরু করেন বনি। এখনও পর্যন্ত কটা ছবিই বা তিনি করেছেন যে এমন বিলাসবহুল জীবন কাটান তিনি?
কিন্তু যতই ফেসবুক ইনস্টাগ্রামে তাঁকে নিয়ে ট্রোলিং হোক, তাতে মোটেই দমে যাননি অভিনেতা। বরং বুধবার একটি রিল পোস্ট করেন, আর তার ক্যাপশনে লেখেন, ‘সহজভাবে নাও।’ বনি তাঁর ভক্ত থেকে সাধারণ মানুষদের গোটা বিষয়টা সহজ ভাবে নিতে বললেও আদৌ কি তাঁরা সেটা নিতে পেরেছিলেন? মনে হয় না! কারণ তাঁর এই রিলের কমেন্ট বক্সে চলে নেতিবাচক মন্তব্যের বন্যা। তাঁকে বিদ্রুপ করে এক ব্যক্তি লেখেন, ‘প্রথম সারির অভিনেতা বলে কথা’ আরেক নেটিজেনের বক্তব্য ‘শিক্ষা দুর্নীতির টাকা দিয়ে বিলাসিতা সবাই করতে পারে। দয়া করে একটু খেটে খাও ভাই।’
মঙ্গলবারের পরেও কি তাঁকে আবার ইডির তরফে ডাকা হয়েছে? এই বিষয়ে অভিনেতা জানান, ‘আমাকে আর ডাকা হয়নি। আশা করি আর ডাকবে না।’। তবে তিনি এদিন কী কী নথি জমা দিয়েছেন সেটা জানাননি। তবে এটা অবশ্যই স্পষ্ট করেছেন যে কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা তিনি ফেরাচ্ছেন না। তিনি দাবি করেন ‘ওই টাকা আমার, অন্য কারও নয়।’
For all the latest entertainment News Click Here