‘অজুহাত’ দেন না লক্ষ্যে অবিচল হৃতিক! বয়ফ্রেন্ডের গুণগান শুনে কী লিখলেন সাবা?
হৃতিক-সাবার প্রেম জমে ক্ষীর! আজকাল তো প্রকাশ্যেই প্রেম জাহির করেন দুজনে। ১৭ বছরের ছোট প্রেমিকার হাত ধরে দিব্বি দেশে-বিদেশে ঘুরছেন বলিউডের গ্রিক গড। হৃতিকের বয়স যতই পঞ্চাশ ছুঁইছুঁই হোক না, অভিনেতাকে দেখে বোঝবার জো নেই! সম্প্রতি নায়কের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে স্পষ্টতই দেখা গিয়েছে হৃতিকের টাক! স্বপ্নের নায়কের টাক দেখে কেউ কেউ হাহুতাশ করেছেন ঠিকই, কিন্তু হৃতিকের সুঠাম দেহ দেখে এখনও কমপ্লেক্স খাবে বছর ২৫-এর যুবক!
নিজের শরীর নিয়ে খুব সচেতন হৃতিক। কোনও রকম বেনিয়মের পথেই হাঁটেন না তিনি। শুধু শরীরচর্চা নয়, খাদ্যাভ্যাস নিয়েও খুব পারফেক্ট বলিউডের এই সুপারহিরো। সে কথাই সম্প্রতি ইনস্টাগ্রামে তুলে ধরেছেন হৃতিকের ফিটনেস কোচ ক্রিস গেথিন। হৃতিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে দীর্ঘ এক অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করেছেন ক্রিস। যা পড়ে বয়ফ্রেন্ডকে নিয়ে আদুরে মন্তব্য না করে পারেননি সাবা।
ছবিতে দেখা গেল একটি খাবারের বাটি হাতে দাঁড়িয়ে রয়েছেন হৃতিক, তাঁর পরনে কালো টিশার্ট আর জিনস। তাঁর কোনও নির্মীয়মাণ বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছে সেটাও স্পষ্ট। দীর্ঘ পোস্টে ক্রিস জানিয়েছেন, কেমনভাবে আমরা নিজের মনের ইচ্ছার কাছে হার মেনে বা পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে শরীরচর্চা ঠিক মতো করে উঠতে পারি না। কখনও ফাস্ট ফুড দেখে লোভ সামলাতে পারি না বা উৎসব-অনুষ্ঠানে এটা-সেটা খেয়ে ফেলি। কাজে ব্যস্ত হয়ে নির্দিষ্ট সময়ে খেতেও ভুলে যাই। কিন্তু সবার চেয়ে আলাদা হৃতিক। সময়মতো খাবার খাওয়া এবং শরীরচর্চার মামলায় হৃতিক একদম ভিন্ন। ফিটনেস কোচের কথায়, ‘অজুহাত দেওয়া সহজ তবে এতে নিজেরই খারাপ হয়’।
ক্রিস লেখেন, ‘ভারতে আমি সবচেয়ে বেশি যে অজুহাতটা শুনি টাইমে না খাওয়ার ব্যাপারে, তা হল আমি খাবার গরম করবার জায়গা পাইনি’। এরপর হৃতিকের উদাহরণ টেনে তিনি বলেন, প্রত্যেকদিন ৬ বার খাবার এবং একবার প্রোটিন শেক খান হৃতিক। সময়মতো খাবার ব্যাপারে এতটাই নিষ্ঠাবান হৃতিক যে ঠাণ্ডা খাবার খেতেও অস্বস্তিতে ভোগেন না তিনি। কারণ নিজের শরীরের মতো যত্নবান হৃতিক। পোস্ট থেকে জানা যায়, সম্প্রতি একটা মিটিংয়ে এক নির্মীয়মাণ বিল্ডিংয়ে গিয়েছিলেন তারকা, নিজের কাজ ফেলে চলে আসেননি হৃতিক, কিন্তু গরম না করেই সময়ে খাবার খেতেও ভোলেননি।
ক্রিস গেথিনের কথায়, হৃতিকের মতোই সকলের উচিত পারিপার্শ্বিক পরিস্থিতির হাতে নিজেকে সঁপে না দিয়ে পরিস্থিতিকে নিজের মতো করে চালনা করা। এই পোস্টের কমেন্ট বক্সে জ্বলজ্বল করছে সাবার মন্তব্য। তিনি লেখেন, ‘আজ এটা পড়বার খুব দরকার ছিল’।
For all the latest entertainment News Click Here