Ya Chandi: ‘মহিষাসুরমর্দিনী’ সোনমণি,চণ্ডী স্বস্তিকা,শোলাঙ্কি দেবীর কোন রূপ?
‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর…’, হ্যাঁ, আশ্বিনের শারদপ্রাতের সময় আসন্ন, উমার আগমনের কাউন্টডাউন শুরু করে ফেলেছে বাঙালি। দুর্গাপুজোর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ‘মহালয়া’। আর মহালয়ার ভোরে কোন চ্যানেল কত দর্শক টানবে সেই নিয়ে জোর টক্কর। যেমনটা আগেই জানিয়েছিলাম, এই বছর স্টার জলসার ‘মহিষাসুরমর্দিনী’ হচ্ছেন ‘এক্কা দোক্কা’র রাধিকা, মানে অভিনেত্রী সোনামণি সাহা। আর দেবী দূর্গারূপে সোনামণিকে কেমন দেখাচ্ছে, সেটাও এবার জেনে গেল দর্শক।
রবিবার প্রকাশ্যে এল স্টার জলসার ‘মহালয়া’ স্পেশ্যাল অনুষ্ঠানের প্রথম ঝলক। ‘যা চণ্ডী’ (Ya Chandi), এটাই হতে চলেছে এই বছর মহালয়ার জলসার নিবেদন। কমবেশি চ্যানেলের প্রত্যেক লিডিং লেডিই অংশ হবেন এই অনুষ্ঠানের। আরও পড়ুন-স্টার জলসার পর্দায় ‘মহিষাসুরমর্দিনী’ রূপে ধরা দেবেন সোনামণি, মহিষাসুর হচ্ছেন কে?
‘যা চণ্ডী’র ঝলকে সনাতনী পার্বতী হিসাবে পাওয়া গেল ‘সাহেবের চিঠি’র চিঠি মানে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে। অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’র দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ রয়েছেন ভয়ঙ্করী চামুণ্ডার রূপে। প্রোমোর একদম শেষপর্বে আর্বিভূত হন শোলাঙ্কি। লাল শাড়ি, সাদা ব্লাউজে অপরূপ তাঁর সাজ। খোলাচুল আর ছিমছাম অথচ সাবেকি সোনার গয়নায় সেজেছেন খড়ি। দেবীর কোন রূপে ধরা দেবেন শোলাঙ্কি? খুব সম্ভবত দশভূজার মানবী রূপে দেখা যাবে তাঁকে।
প্রোমো দেখে মুগ্ধ দর্শক। কেউ লিখছেন, ‘কী স্নিগ্ধ রূপ শোলাঙ্কির, মুগ্ধ হয়ে গেলাম’। সোনামণি ভক্তরা আবার লিখেছেন, ‘তোমাকেই সবচেয়ে বেশি মানিয়েছে দশভূজা হিসাবে। পারফেক্ট চয়েস’।
প্রথমবার টেলিভিশনের পর্দায় দুর্গা হিসাবে ধরা দেবেন ‘মোহর’। খুব উত্তেজিত সোনামণি। এক সাক্ষাৎকারে তিনি জানান, মহালয়ার অংশ হওয়ার সুপ্ত ইচ্ছে তাঁর বরাবরে। অভিনেত্রী বলেন, ‘এখনও পর্যন্ত কোনও বছরই মহালয়ায় দেখা যায়নি আমাকে। তবে এই বছর যখন সুযোগটা আসে তখন আর না করতে পারিনি।’ সোনামণি যেমন দুর্গা হচ্ছেন, তেমনই অসুরের চরিত্রেও থাকছেন জনপ্রিয় অভিনেতা। ‘মন্টু পাইলট’ সৌরভ দাসকে দেখা যাবে মহিষাসুরের চরিত্রে। আরও পড়ুন-প্রথমবার টিভির পর্দায় মা দুর্গা রূপে ঋতুপর্ণা সেনগুপ্ত, কোন চ্যানেলে দেখা যাবে?
জি বাংলায় এই বছরও মহিষাসুরমর্দিনী রূপে ধরা দেবেন শুভশ্রী। অন্যদিকে কালার্স বাংলায় মহালয়ার অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।আগামী ২৫শে সেপ্টেম্বর, রবিবার সম্প্রচারিত হবে ‘যা চণ্ডী’। এখন দেখবার সবচেয়ে বেশি দর্শক টানতে সফল হয় কোন চ্যানেল!
For all the latest entertainment News Click Here