WTT Contender: বিশ্বের ২৬ নম্বর তারকা পেঙ্গকে হারিয়ে চমক, সেমিফাইনালে হরমিত
শুভব্রত মুখার্জি: ভারতীয় টেবিল টেনিসের বর্তমান সময়ের অন্যতম সেরা নবীন তারকা হরমিত দেশাই। চলতি ডব্লুটিটি কনটেন্ডার প্রতিযোগিতায় স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শনিবার অন্যতম বড় অঘটনটি ঘটালেন ভারতীয় প্যাডলার। বিশ্ব ক্রমতালিকায় ২৬ নম্বরে থাকা প্যাডলার চিনের পেঙ্গকে হারিয়ে দিলেন তিনি। এই জয়ের ফলে তিনি পৌঁছে গেলেন সেমিফাইনালে।
প্রতিযোগিতার মূলপর্বে একজন কোয়ালিফায়ার হিসেবে প্রবেশ করে হরমিতের সেমিফাইনালে চলে যাওয়া নিঃসন্দেহে এক বড় বিষয়। তবে হরমিত চলতি প্রতিযোগিতায় এই নিয়ে প্রথমবার অঘটন ঘটালেন না। শুক্রবার তিনি প্রথম অঘটনটি ঘটিয়েছিলেন।
শুক্রবার প্রতিযোগিতার প্রথম বাছাই তথা এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ১২ নম্বরে থাকা কোরিয়ার জ্যাঙ্গ উজিনকে কার্যত উড়িয়ে দেন তিনি।৩-০ ফলে তাঁকে হারিয়ে প্রথম অঘটনটি ঘটিয়েছিলেন হরমিত। আর সেই ধারা বজায় রেখেই শনিবার হারিয়ে দিলেন জিয়াঙ্গ পেঙ্গকে। ৩-১ গেমে হরমিত হারিয়ে দিয়েছেন পেঙ্গকে। তাঁর পরপর এই সাফল্যের ফলে তিনি নজর কেড়েছেন বিশেষজ্ঞদের।
আরও পড়ুন:- BAN vs AFG: চোট সারিয়ে দলে ফিরলেন শাকিব, আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
রোমাঞ্চকর ম্যাচে প্রথম গেম জেতেন হরমিত দেশাই। ১১-৭ ফলে হারিয়ে দেন পেঙ্গকে। এরপরেই তাঁকে জোর ধাক্কা দেন পেঙ্গ। দ্বিতীয় গেমে ১১-৫ ফলে জিতে পেঙ্গ ম্যাচে সমতা ফেরান। তৃতীয় গেমে ১১-৭ ফলে জিতে ম্যাচে ২-১ লিড নেন হরমিত। চতুর্থ গেমে কার্যত একপেশে লড়াইয়ে জিতে সকলকে চমকে দেন হরমিত। ১১-১ ফলে চতুর্থ গেম জেতার পাশাপাশি ৩-১ ফলে ম্যাচ জিতে নেন হরমিত।
আরও পড়ুন:- MPL 2023: ব্যাট হাতে ব্যর্থ কেদার, ধ্বংসাত্মক শতরান করে দলকে একাই জেতালেন অঙ্কিত
ম্যাচ জিতে ২৯ বছর বয়সি হরমিত জানান, ‘আমার কাছে এটা অত্যন্ত বড় একটা জয়। আমি কোয়ার্টার ফাইনাল জিতেছি। আমার ফর্ম যথেষ্ট ভালো রয়েছে। আমি সেমিফাইনালেও এই ফর্ম ধরে রাখতে চাই। বিশ্ব ক্রমতালিকায় ১৪ নম্বরে থাকা জার্মানির দিমিত্রিজ অভটচারভের বিরুদ্ধে এই ফর্ম ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ।’
For all the latest Sports News Click Here