WTT Contender: ক্রমতালিকায় ১১ নম্বরে থাকা লিম জংহুনকে হারিয়ে ফের চমক হরমিতের
শুভব্রত মুখার্জি: ভারতীয় টেবল টেনিসের এই মুহূর্তে অন্যতম সেরা তারকা হরমিত দেশাই। নবীন এই প্যাডলার শেষ কয়েক সপ্তাহে একের পর এক তাক লাগানো পারফরম্যান্স করে চলেছেন। নাইজেরিয়ার লাগোসে গত সপ্তাহেই অনবদ্য পারফরম্যান্স করেন তিনি। বিশ্ব ক্রমতালিকায় ২৬ এবং ১২ নম্বরে থাকা চিনের প্রতিযোগিকে হারিয়েছিলেন গত টুর্নামেন্টেই। আর এবার ডব্লিউটিটি কনটেন্ডার টিউনিসে শুরুর রাউন্ডেই চমক দিলেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াই করে বিশ্ব ক্রমতালিকায় ১১ নম্বরে থাকা লিম জংহুনকে হারিয়ে দিলেন তিনি।
গত টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল হরমিতকে। আর এবার লাগোসে তিনি যেন মুখিয়ে রয়েছেন শিরোপা জিততে। আর এদিন তাঁর শুরুটাও করলেন অনবদ্য ভাবে। লিমকে কঠিন ম্যাচে ৩-২ গেমে হারিয়ে দিলেন তিনি। খেলার ফল হরমিতের পক্ষে ৯-১১, ১১-৭, ১১-৭, ৭-১১, ৯-১১। প্রথম রাউন্ডেই তাঁর এই পারফরম্যান্সে তিনি চমকে দিয়েছেন বিশেষজ্ঞদের।এদিন ম্যাচে প্রথম গেম জিতে এগিয়ে যান তিনি। পিছিয়ে পড়েছিলেন লিম।
সেখান থেকে দুরন্ত ভাবে ফিরে আসেন তিনি। ঘটান অনবদ্য এক কামব্যাক।পরপর দুই গেম জিতে নেন তিনি। তবে চতুর্থ গেমে জিতে ম্যাচে সমতা ফিরিয়ে ফেলেন হরমিত। যখন মনে হচ্ছিল, ফের একবার কামব্যাক করা কঠিন হতে পারে হরমিতের পক্ষে। তখনই তিনি সকলকে চমকে দিয়ে কঠিন লড়াইয়ের পরে ১১-৯ ফলে পঞ্চম গেম জেতার পাশাপাশি ম্যাচও জিতে যান।
তবে এদিন হরমিত জিতলেও ভারতের অন্য দুই প্যাডলার বাজে ভাবে হেরে গিয়েছেন। পুরুষদের বিভাগে অচিন্ত্য শরথ কমল এবং মহিলা বিভাগে মনিকা বাত্রা হেরে গিয়েছেন। ফলে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন দুই স্টার প্যাডলার। কঠিন লড়াইয়ের পরে লি ইউ জুনের কাছে ৩-২ গেমে হেরেছেন মনিকা। খেলার ফল তাঁর বিপক্ষে ১৩-১১, ৮-১১, ৩-১১, ১১-৯, ৮-১১। অন্য দিকে শরথ কমলকে ৩-০ গেমে উড়িয়ে দিয়েছেন হুয়াং ইয়ান চেং। খেলার ফল শরথের বিপক্ষে ৭-১১, ১১-১৩, ৫-১১।
For all the latest Sports News Click Here