WTC Table: হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পিছিয়ে পড়ল বাংলাদেশ, লাফ কিউয়িদের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে জয়ের সুবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড়সড় লাফ দিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে কিউয়িদের কাছে হেরে ফের টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পিছিয়ে পড়তে হল মোমিনুলদের। টেস্ট সিরিজ ড্র করা নিউজিল্যান্ড বরং পুনরায় লিগ টেবিলে উপরে ওঠা শুরু করে।
আপাতত নিউজিল্যান্ড ৪ টেস্টে ৩৩.৩৩ শতাংশ হারে ১৬ পয়েন্ট সংগ্রহ করে আট থেকে ছয় নম্বরে উঠে আসে। তারা লাফ দেয় দু’ধাপ। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে পিছনে ফেলে দেয় কিউয়িরা। বাংলাদেশ ছয় থেকে নেমে যায় ৭ নম্বরে। তাদের সংগ্রহে রয়েছে ৪ টেস্টে ২৫ শতাংশ হারে ১২ পয়েন্ট।
শ্রীলঙ্কা ২ টেস্টে ১০০ শতাংশ হারে ২৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। অস্ট্রেলিয়া চার টেস্টে ৮৩.৩৩ শতাংশ হারে ৪০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পাকিস্তান ৪ টেস্টে ৭৫.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে আগের মতোই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
৮টি টেস্ট থেকে ৫৫.২১ গড়ে ৫৩ পয়েন্ট সংগ্রহ করে ভারত রয়েছে আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চার নম্বরে। ২টি টেস্টে একটি জয়-সহ ৫০.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। তারা রয়েছে লিগ টেবিলের পাঁচ নম্বরে। ৪ টেস্টে ২৫.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে আট নম্বরে। ইংল্যান্ড ৮ টেস্টে ১০.৪১ শতাংশ হারে ১০ পয়েন্ট সংগ্রহ করে একেবারে শেষে (নয় নম্বরে) অবস্থান করছে।
For all the latest Sports News Click Here