WTC Standings: অজিরা হারায় স্বস্তি পেল ভারত-পাক,ইংল্যান্ড ঘাড়ে উঠল অস্ট্রেলিয়ার
ইংল্যান্ডের বিপক্ষে ২০২৩ অ্যাশেজের পঞ্চম টেস্ট হারলেও, অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রে তৃতীয় স্থান ধরে রেখেছে। ৫৪.১৭ শতাংশ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে। এই জয় ইংল্যান্ডকে মূল্যবান পয়েন্টের শতকরা হার বাড়াতে সাহায্য করেছে। এবং অস্ট্রেলিয়ার কাছে সিরিজ না হেরে তারা ২-২ সমতা ফেরাতে পেরেছে।
অস্ট্রেলিয়া ওভাল টেস্ট হারায় সুবিধে পেয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ডের মতো দলগুলি। কারণ অস্ট্রেলিয়া ৩-১ বা ২-১ অ্যাশেজ জিতলে বড় ধাক্কা হত বাকি দলের জন্য়। তবে অজিরা হারার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রে প্রথম দুই স্থান ধরে রাখল যথাক্রমে পাকিস্তান এবং ভারত। তিনে রয়েছে অস্ট্রেলিয়া। আর অজিদের ঘাড়ে চড়ে বসেছে ইংল্যান্ড।। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পয়েন্ট সমান।
দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস এবং ২২২ রানের জয়ের ফলে শীর্ষ স্থান ধরে রেখেছে পাকিস্তান। ১০০% শতাংশ পয়েন্ট নিয়ে, পাকিস্তান পিছনে ফেলেছে ভারতকে। ভারত আবার ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: লঙ্কা কাণ্ড LPL-এ, গল-ডাম্বুলা ম্যাচে হেলেদুলে মাঠে ঢুকে পড়ে একটি সাপ, সাময়িক বন্ধ হয়ে যায় খেলা- ভিডিয়ো
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত প্রথম খেলায় জিতেছে এবং দ্বিতীয় খেলাটি বৃষ্টির কারণে ড্র হয়ে যায়। দ্বিতীয় খেলায় ড্র হওয়া সত্ত্বেও ভারত সিরিজ জয় দিয়ে নতুন ডব্লিইটিসি চক্র শুরু করতে পেরে স্বস্তি পেয়েছে। ভারত ডিসেম্বর-জানুয়ারিতে তাদের পরবর্তী সিরিজে অ্যাওয়ে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাশেজ ২০২৩: অ্যাশেজে অস্ট্রেলিয়া প্রথম দুই টেস্টে দাপটের সঙ্গে জিতলেও, তৃতীয় টেস্ট থেকে তারা মুখ থুবড়ে পড়ে। তৃতীয় টেস্ট হারে। বৃষ্টি না হলে চতুর্থ টেস্টে অজিদের হার বাঁচানো মুশকিল ছিল। তবে পঞ্চম টেস্টে তারা হেরে বসে থাকে। চতুর্থ টেস্টে বৃষ্টি না হলে হয়তো অ্যাশেজ সিরিজে জয় ছিনিয়ে নিতে পারত ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া ২-২ ব্যবধানে ড্র করে অ্যাশেজ ধরে রাখল। অ্যাশেজের পর ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: টিমের সঙ্গে ত্রিনিদাদ গেলেন না কোহলি, তৃতীয় ম্যাচে অনিশ্চিত বিরাট- রিপোর্ট
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান সিরিজ: পাকিস্তান শ্রীলঙ্কাকে পরপর দু’টি টেস্টে কার্যত উড়িয়ে দিয়েছে। প্রথম ম্যাচে ৪ উইকেটে পাকিস্তান জিতেছিল। দ্বিতীয় ম্যাচে ইনিংস এবং ২২২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ২-০ সিরিজ জিতে নেয়। গত মরশুমে ডব্লিউটিসি তালিকায় সপ্তম স্থানে থাকা পাকিস্তান এখন ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বড় পরীক্ষা হবে ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫’এর পয়েন্ট টেবিল:-
১) পাকিস্তান: ম্যাচ- ২, জয়- ২, হার- ০, ড্র- ০, পয়েন্ট- ২৪, পয়েন্টের শতকরা হার- ১০০।
২) ভারত: ম্যাচ- ২, জয়- ১, হার- ০, ড্র- ১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ৬৬.৬৭।
৩) অস্ট্রেলিয়া: ম্যাচ- ৫, জয়- ২, হার- ২, ড্র- ১, পয়েন্ট-২৬, পয়েন্টের শতকরা হার- ৪৩.৩৩।
৪) ইংল্যান্ড: ম্যাচ- ৫, জয়- ২, হার- ২, ড্র- ১, পয়েন্ট- ২৬, পয়েন্টের শতকরা হার- ৪৩.৩৩।
৫) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ- ২, জয়- ০, হার- ১, ড্র- ১, পয়েন্ট- ৪, পয়েন্টের শতকরা হার- ১৬.৬৭।
৬) শ্রীলঙ্কা: ম্যাচ- ২, জয়-০, হার- ২, ড্র- ০, পয়েন্ট- ০, পয়েন্টের শতকরা হার- ০।
৭) বাংলাদেশ: ম্যাচ- ০, জয়-০, হার- ০, ড্র- ০, পয়েন্ট- ০, পয়েন্টের শতকরা হার- ০।
৮) নিউজিল্যান্ড: ম্যাচ- ০, জয়-০, হার- ০, ড্র- ০, পয়েন্ট- ০, পয়েন্টের শতকরা হার- ০।
৯) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ- ০, জয়-০, হার- ০, ড্র- ০, পয়েন্ট- ০, পয়েন্টের শতকরা হার- ০।
For all the latest Sports News Click Here