WTC Final- IPL-এর পালা চুকতেই চোট উধাও অজি তারকা জোরে বোলারের
চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন জোশ হ্যাজেলউড। চোট সারেনি বলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামতে পারেননি তিনি। একই কারণে তিনি আইপিএলের শুরু থেকে যোগ দিতে পারেননি আরসিবি শিবিরে। চোট নিয়ে আরসিবিতে ফিরলেও সব ম্যাচ খেলতে পারেননি তিনি। মাত্র তিন ম্যাচ খেলেই চোটের জন্য দেশে ফিরে যান এই অজি ক্রিকেটার।
চোট পুরোপুরি সেরে না ওঠায় মনে করা হয়েছিল আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দেখা যাবে না অজি ক্রিকেটারকে। কিন্তু অজি ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ফিট হয়ে উঠেছেন এই তারকা। ফলে ভারতের বিরুদ্ধে খেলতে কোনও রকম সমস্যা হবে না। শুধু ভারত নয় অ্যাসেজেও দেখা যাবে তাঁকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বলা হয়েছে, ‘পুরনো চোটের ব্যাথার অনুভব করার পর গত সপ্তাহের শেষের আপিএল শেষ না করেই দেশে ফিরে আসে হ্যাজেউড। তারপরই বোর্ডের সঙ্গে আলোচনা করে সে। চিকিৎসক এবং ফিজিও ভালো ভাবে দেখার পর কয়েক দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশ্রাম নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছে সে। গত সপ্তাহেই বল করেছে। ধীরে ধীরে বলের গতি বাড়াচ্ছে। বর্তমানে ওর যা ফিটনেস রয়েছে তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং অ্যাসেজে ওকে পাওয়া যাবে।’
এবারের আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলেছেন অজি পেসার। তার মধ্যে তিনটি উইকেট তুলে নেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২টি এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র একটি উইকেট নেন তিনি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোনও উইকেট তুলতে পারেননি তিনি। এরপর আর কোনও ম্যাচ খেলতে পারেননি হ্যাজেলউড। চোটের জন্য দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। ফলে তাঁর বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ খেলা নিয়ে বেশে উদ্বেগে থাকে অজি ক্রিকেট বোর্ড। অবশেষে স্বস্তি মিলল।
আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। সেখানে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। আইপিএল শেষ ধরেই তিন ব্যাচে ইংল্যান্ড পৌঁছবে ভারতীয় দল। ফলে আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মাতবে গোটা ক্রিকেট বিশ্ব। আর এই টুর্নামেন্ট শেষের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ খেলবে অজি দল। এই দুই হেভিওয়েট সিরিজ শুরুর আগেই স্বস্তি মিলল অস্ট্রেলিয়া দলে।
For all the latest Sports News Click Here