WTC Final 2023: সোজা উইকেট হবে না ওভালে, কার্যত বলেই দিলেন কোহলি
২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। কারণ মেগা ইভেন্টের শুরু হওয়ার অপেক্ষা মাত্র। লন্ডনের ওভালে ৭ জুন থেকে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, এটি প্রথম বারের মতো জুন মাসে ওভালে একটি টেস্ট ম্যাচ হতে চলেছে। এবং দুই দলই তাই মাঠ এবং পিচের পরিস্থিতি সম্পর্কে অবগত নয়।
যদিও ওভাল ঐতিহ্যগত ভাবে একটি ব্যাটিং-সহায়ক উইকেট, যেখানে মোটের উপর খুব বেশি সুইং হয় না। তারকা ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি মনে করেন যে, এই ভেন্যুতে পরিস্থিতি এ বার চ্যালেঞ্জিং হবে। কোহলির মতে, ব্যাটসম্যানদের সাবধানে খেলতে হবে এবং সফল হওয়ার জন্য কৌশল ও শৃঙ্খলার উপর জোর দিতে হবে।
আরও পড়ুন: শেষ IPL খেলে ফেললেন কার্তিক? পৃথ্বীকে রিটেন করবে DC? ২০২৪-এ ঘাড় ধাক্কা খেতে পারেন কারা?
স্টার স্পোর্টস শেয়ার করা একটি ভিডিয়োতে কোহলি বলেছেন, ‘আমি মনে করি ওভালের কন্ডিশন চ্যালেঞ্জিং হবে। আমরা ফ্ল্যাট উইকেট পাব না এবং ব্যাটারদের সতর্ক থাকতে হবে। সকলকে সাবধানে খেলতে হবে এবং কৌশল ও শৃঙ্খলার উপর প্রচুর গুরুত্ব দিতে হবে। এটি অভিজ্ঞতার উপরেই নির্ভর করবে যে, কোন শর্তগুলি মেনে সেই অনুযায়ী খেলতে হবে। আমরা পূর্ব-নির্ধারিত মানসিকতা নিয়ে খেলতে নামতে পারব না। কারণ পিচটি কী আচরণ করতে চলেছে জানা নেই। সেই সামঞ্জস্য রেখে মানিয়ে নিতে হবে।’
প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেছেন, যে টিম এই পরিস্থিতির সঙ্গে ভালো ভাবে মানিয়ে নিতে পারবে, তারাই শিরোপা জিতবে।
আরও পড়ুন: 2023 IPl-এ MI-এর পারফরম্যান্স কলকাতার গরমের মতো, রোদের তাপে পুড়তে হয়েছে নিজেদেরও
কোহলির দাবি, ‘আমাদের হাতে একটাই খেলা আছে, এটা দুই দলের জন্যই নিরপেক্ষ ভেন্যু। যে দল ভালো মানিয়ে নিতে পারবে, তারাই ম্যাচ জিতবে। এটাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সৌন্দর্য, দু’টি নিরপেক্ষ দল যার কোনও দলেরই ঘরের সুবিধা পাচ্ছে না। দুই দল কী ভাবে মানিয়ে নেয়, সেটা আসল বিষয় হবে।’
ভারতের লক্ষ্য তাদের দশ বছরের আইসিসি ট্রফি খরা শেষ করা:
২০২১ সালে উদ্বোধনী সংস্করণে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হেরে যায়। দ্বিতীয় সংস্করণেও ফের টিম ইন্ডিয়া ফাইনালে ওঠে।
এই বছর বোলার কাকে কাকে খেলানো হবে, তা নিয়ে চলছে নানা চর্চা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুরের মতো কাকে খেলানো হবে, তা নিয়ে। তিন জন খেলোয়াড়ই ইংল্যান্ডে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। জোড়া হাফ সেঞ্চুরি করেছিলেন শার্দুল, জাদেজা ইংল্যান্ডে ভারতের শেষ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। অন্য দিকে, অশ্বিন ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে যৌথ ভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। ভারত তাদের দশ বছরের আইসিসি ট্রফির খরার অবসান ঘটানোর জন্য কোনও দুই খেলোয়াড়কে এই হাইভোল্টেজ ফাইনালে খেলায়, সেটা দেখার বিষয় হবে।
For all the latest Sports News Click Here