WTC Final 2023: বলের কিছু অংশ মাটিতে ঠেকেছিল- গ্রিনের ক্যাচ নিয়ে অকপট পন্টিং
ওভালে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আসর। মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। এবার এই ম্যাচেই বিতর্কিত ঘটনা ঘটল। এই ম্যাচের চতুর্থ দিনে তৃতীয় আম্পায়ার ক্যাচ আউট দেন শুভমন গিলকে। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। চতুর্থ দিনের চা পানের বিরতির আগে এক উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে রোহিত শর্মার দল। তবে শুভমন গিলের এই আউট দেওয়া নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়েছে।
জোরে বোলার স্কট বোল্যান্ডের অফ স্ট্যাম্পের একটি বল গিলের ব্যাটের কোনা ছুঁয়ে স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্ৰিনের কাছে পৌঁছে যায়। নিজের বাঁদিকে ঝাঁপিয়ে দুরন্তভাবে বলটি ধরে নেন ক্যামেরন। কিন্তু তারপরেই বিশ্ব ক্রিকেটের প্রশ্ন উঠতে শুরু করে আদৌ কি সম্পূর্ণভাবে ক্যাচটি ধরেছিলেন গ্রিন? তাঁর আঙ্গুল কি বলের ওপর ছিল নাকি বল মাটি স্পর্শ করেছে? বলটি হাতের কব্জায় আনার পরই তাঁর সতীর্থদের সঙ্গে উইকেট নেওয়ার উদযাপন শুরু করেন ক্যামেরন। বলটি ধরার সময় ধারাভাষ্যকর হিসেবে মাঠে উপস্থিত অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার রিকি পন্টিং।
তিনি সেই সময় বলতে থাকেন গিলের আউট নিয়ে সঠিক আবেদন করা হয়েছে। তারপরে যখন বিতর্ক শুরু হয় সেই সময় রিকি আইসিসিকে বলেন, ‘আমি যখন ওই ডেলিভারিটা লাইভ দেখি তখন মনে হয় বল ক্যামেরনের হাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু পরে আমরা টিভিতে যেসব রিপ্লে দেখি তা দেখে বিষয়টি কি ঘটেছে সে বিষয়ে নিশ্চিন্ত হতে পারেনি। আমি আসলে মনে করি বলের কিছু অংশ মাটিতে স্পর্শ করেছে। তবে আম্পায়ারদের ব্যাখ্যা অনুযায়ী বল মাটিতে ছোঁয়ার আগে পর্যন্ত যতক্ষণ ফিল্ডারের হাতে থাকে ততক্ষণে আউট হয়ে যায়। আমি মনে করছি এখানেও সেই বিষয়টি ঘটেছে।’
পন্টিং মনে করেন, খেলার পরে এবং অনেকদিন পর্যন্ত ক্যাচটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হবে এবং বিভিন্ন রকমের মতামত পাওয়া যাবে। এ বিষয়ে প্রাক্তন অজি অধিনায়ক বলেন, ‘আমি নিশ্চিত এটা নিয়ে অনেক কথা হবে। সম্ভবত অস্ট্রেলিয়ার চেয়ে ভারতে বেশি আলোচনা হবে। ভারতে সবাই ভাববে এটা আউট নয় এবং অস্ট্রেলিয়ার সবাই ভাববে এটা আউট।’
এই আউটের ক্ষেত্রে মাঠের মধ্যে থাকা আম্পায়াররা নিজেদের সফট সিগন্যাল দিতে পারেননি। কারণ জুন মাস থেকে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী আম্পায়াররা আর এই সিগনাল পাঠাতে পারবেন না। তৃতীয় আম্পায়ারকে নিজেই সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়ে রিকি বলেন, ‘যদি এটা মাঠে আউট দেওয়া হতো তাহলে আমি মনে করি তৃতীয় আম্পায়ারকে সেই সিদ্ধান্ত বাতিল করার জন্য চূড়ান্ত প্রমাণ খুঁজে বের করতে হত। আমি মনে করি না যে চূড়ান্ত প্রমাণ পাওয়া যেত। এমনকী সফট সিগনাল ছাড়াই, তৃতীয় আম্পায়ার ভেবেছিলেন এটি আউট হয়ে গিয়েছে। দিন শেষে আমি মনে করি সম্ভবত সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ উল্লেখ্য পন্টিং নিজের ক্রিকেট কেরিয়ারে এইরকম একটি ক্যাচ ধরে বিতর্কে জড়িয়ে ছিলেন।
For all the latest Sports News Click Here