WTC Final-ডিউক বলে সমস্যা হবে না, দাবি অক্ষরের, টানলেন IPL-র প্রসঙ্গ
শুভব্রত মুখার্জি: ভারতের মাটিতে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলা হয় এসজি বলে। তবে বিদেশের মাটিতে বিশেষ করে ওভালে যে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে সেখানে আইসিসির তরফে এই বল ব্যবহার করা হবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যবহৃত হবে ডিউক বল। এসজি বলের সঙ্গে এই বলের সাধারণত পার্থক্য সিমে। ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। অজিরা কিন্তু আবার তাদের ঘরোয়া ক্রিকেটে এই ডিউক বলের ব্যবহার করে থাকে। ফলে অনেক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সমস্যায় পড়তে পারে ভারত। তবে ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন এই বিষয়ে চিন্তার কিছু নেই। কারণ ডব্লুটিসি ফাইনালে ভারতীয় দলে থাকা সদস্যরা সকলেই আইপিএল চলাকালীন এই ডিউক বলেই অনুশীলন করেছেন।
আরও পড়ুন… হাতে গীতা আর মুখে হাসি, IPL 2023 চ্যাম্পিয়ন হওয়ার পর ভিন্ন মেজাজে মাহি, ভাইরাল ধোনির ছবি
অক্ষরের মতে টি-২০ ক্রিকেট খেলার পর সেখান থেকে টেস্ট ক্রিকেট খেলাটা কঠিন। কারণ মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে। তবে যেহেতু আইপিএল চলাকালীন তারা লাল বলে দীর্ঘ অনুশীলন করেছেন ফলে সমস্যা হবে না বলেই মত অক্ষরের। প্রায় দুই মাস আইপিএলে খেলেছেন বর্তমান ডব্লুটিসি ফাইনালে ভারতীয় দলে থাকা একাধিক ক্রিকেটার। ফলে অক্ষর মনে করছেন যেন কোনও রকম চ্যালেঞ্জের জন্য ভারত প্রস্তুত রয়েছে। তা সে ফর্ম্যাট পরিবর্তন হোক কিংবা বলের পরিবর্তন। ইংল্যান্ডের পরিবেশের বিষয়েও আগে থেকেই ধারণা নিচ্ছে ভারতীয় দল।
আরও পড়ুন… CSK-র পঞ্চম শিরোপা জয়, জানেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি কতগুলি T20 ট্রফি জিতেছেন
আইসিসিকে এক সাক্ষাৎকারে অক্ষর জানিয়েছেন, ‘আমরা এই বিষয়টা আগে থেকেই জানতাম (ডিউক বলে খেলতে হবে)। আইপিএলের শুরুর আগেই আমাদেরকে বলে দেওয়া হয়েছিল। আইপিএল চলাকালীনও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমাদেরকে লাল বল দেওয়া হয়েছিল। সেই গুলো নিয়েই আমরা অনুশীলনও করেছি। যতটা সময় পেয়েছি অনুশীলনে খামতি রাখিনি। সাদা বল থেকে লাল বলে খেলা এই যে মানসিক একটা পরিবর্তন এটা মোটেও সহজ কাজ নয়। তবে আমাদের হাতে সময় রয়েছে যথেষ্ট। আমরা সাদা বল থেকে এখন লাল বলের ক্রিকেটে এসেছি। অনেকটা এসজি থেকে ডিউক বলে যাওয়ার মতন। আমাদেরকে নিজের প্রতিভা এবং স্কিলকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ছন্দে থেকে পরিকল্পনা অনুযায়ী বল করতে হবে। যে বল দিয়েই বল করি না কেন সঠিক লাইন এবং লেন্থে বোলিং করে গেলে তার সুফল আমরা পাব এটা নিশ্চিত। যেহেতু ম্যাচটা ভারতে নয় ইংল্যান্ডে হবে তাই আমরা কোন লাইন বা লেন্থে বল করব তা নিয়ে ইতিমধ্যে পরিশ্রম করেছি। দীর্ঘ অনুশীলন করেছি। ফাইনাল খেলতে আমরা মুখিয়ে রয়েছি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here