WTC Final-এর জন্য অনুশীলন শুরু, শার্দুলদের মজার ড্রিলে হাসির জোয়ার নেটপাড়ায়
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ইংল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় প্লেয়াররা। ৭-১১ জুন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শিরোপা জয়ের লড়াই হবে। ফাইনালটি অনুষ্ঠিত হবে লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে। যার জন্য বিরাট কোহলি, মহম্মদ সিরাজ সহ অনেক প্লেয়ারই লন্ডনে পৌঁছে গিয়েছেন। আইপিএল থেকে যে সমস্ত টিম ছিটকে গিয়েছে, সেই দলের ভারতীয় প্লেয়াররা লন্ডনে পৌঁছে গিয়েছেন।
আর এখনও ভারতীয় দলের যে সমস্ত প্লেয়াররা আইপিএলের শিরোপা জয়ের লড়াই চালাচ্ছেন, তাঁরা পরে লন্ডনে দলের সঙ্গে যোগ দেবেন। আইপিএলের মাঝেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে আইপিএলের গ্রুপ পর্বের পর বাদ পড়া দলের ভারতীয় প্লেয়াররা, যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে রয়েছেন, তাঁরা ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন।। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অন্যান্য সাপোর্টিং স্টাফও রয়েছেন লন্ডনে।
আরও পড়ুন: বৈচিত্র্যের আতিশয্য না থাকাই মাধওয়ালের ট্রেন্ড হবে- নতুন তারায় মুগ্ধ মঞ্জরেকর
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ফুরফুরে মেজাজে ভারতীয় দল। খেলোয়াড়রা মজা করে অনুশীলন করছেন। হাসিঠাট্টা করছেন। ভারতীয় দলের অনুশীলনের একটি ভিডিয়ো শেয়ার করেছে বিসিসিআই। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল এবং অন্যান্য খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফ সদস্যদের ক্যাচ অনুশীলন করতে। এখানে খেলোয়াড়রা মজার একটি ড্রিল করছিলেন। যা প্লেয়ারদের একাগ্রতা বাড়াতে সাহায্য করে তাকে।
এই মহড়ায়, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর এবং উমেশ যাদব সহ কোচিং স্টাফের তিন সদস্য একটি বৃত্ত তৈরি করে সকলেই একে অপরের দিকে ক্রমাগত বল ছুড়ছিলেন। নির্দিষ্ট কাউকে নয়, ক্যাচ দেওয়া নয়, যে যাকে পারছিল দিচ্ছিলেন। আবার একই সঙ্গে ক্যাচ ধরতেও হচ্ছিল। এমন মজার অনুশীলন করে সকলেই খোশমেজাজে ছিলেন। এই ড্রিলটি দেখতেও আকর্ষণীয় লাগছিল। মনোনিবেশ করাটাই এই ড্রিলের আসল উদ্দেশ্য ছিল।
আরও পড়ুন: বিশেষজ্ঞদের 2023 IPL-এর একাদশে নেই কোহলি-রোহিত-জাদেজারা, নাম নেই KKR-এর এক জনেরও
ভিডিয়ো পোস্ট করে বিসিসিআই ক্যাপশনে লিখেছেন, ‘আপনার বন্ধুদের কল করুন, একটি বৃত্ত তৈরি করুন এবং এই ড্রিলটি অনুলিপি করুন এবং এটি উপভোগ করুন।’
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণের ফাইনালেও উঠেছিল টিম ইন্ডিয়া। কিন্তু গত বার সেই ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এ বার ২০২৩-এর ফাইনাল ম্যাচ হবে ৭ থেকে ১১ জুন লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে। ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় সংস্করণ। ২০২১ সালে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।
For all the latest Sports News Click Here