WTC final-এর আগে সেরা একাদশ গড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া, চমক ভারতীয়দের বাছাইয়ে
৭ জুন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া রবিবার WTC এর দ্বিতীয় সংস্করণের সেরা প্লেয়িং একাদশ ঘোষণা করেছে। এই দলে তারা ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা এবং আর অশ্বিনের মতো তিন ভারতীয়কে বেছে নিয়েছে। ভারত ছাড়াও এই দলে অস্ট্রেলিয়ার তিনজন, ইংল্যান্ডের দুইজন এবং পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে খেলোয়াড় রয়েছেন। প্যাট কামিন্সকে এই দলের অধিনায়ক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে।
আরও পড়ুন… FIH Pro League: কাজে এল না স্যাম ওয়ার্ডর চার গোল! পেনাল্টি শুটআউটে গ্রেট ব্রিটেনকে হারাল ভারত
এই দলের ওপেনার হিসেবে উসমান খোয়াজা ও করুণারত্নেকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ওপেনিং ব্যাটসম্যানই চলতি মরশুমে এক হাজারের বেশি রান করেছেন। খোয়াজা ৬৯.৯১ গড়ে ১,৬০৮ রান করেছেন এবং করুনারত্নে ৪৭.৯০ গড়ে ১,০৫৪ রান করেছেন। এছাড়া টপ অর্ডারে তিন নম্বরে জায়গা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, যিনি ব্যাট হাতে ৬১.০৮ গড়ে ১,৫২৭ রান করেছেন। ডব্লিউটিসির এই সংস্করণে বাবর মোট ৪টি সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন… সচিনকে হিসেবের মধ্যে রাখছি না, কিন্তু অন্যদের মধ্যে-কাকে এশিয়ার সেরা মিডল অর্ডার ব্যাটার বললেন বীরু
এই দলের মিডল অর্ডারে জায়গা পেয়েছেন জো রুট, ট্র্যাভিস হেড, রবীন্দ্র জাদেজা এবং এই দলের দ্বিতীয় সংস্করণে সবচেয়ে বেশি রান করা ঋষভ পন্ত। যদিও রুট এই মরশুমে ১৯১৫ রানের সঙ্গে সর্বোচ্চ স্কোরার ছিলেন, ট্র্যাভিস হেড ৫০ এর বেশি গড়ে ১২০৮ রান করেছিলেন। ঋষভ পন্তের ব্যাটও এই সময় এসেছিল বহু রান এবং তিনি ৮৬৮ রান নিয়ে ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন। চলতি বছরের শুরুতে পন্তের একটি দুর্ঘটনা ঘটেছিল যে কারণে তিনি ক্রিকেট থেকে এই মুহূর্তে দূরে রয়েছেন। ওই দুর্ঘটনা না ঘটলে তার রান ১০০০ ছাড়িয়ে যেত। এই দলে অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ৬৭৩ রান করার পাশাপাশি তিনি ৪৩ উইকেট নেন।
আরও পড়ুন… সাক্ষী মালিকদের লড়াই কি তবে থমকে গেল? শীর্ষ কুস্তিগীররা রেলওয়েতে আবার কাজে যোগ দিলেন
অন্যদিকে, বোলারদের কথা বললে, প্যাট কামিন্স (৫৩) এবং কাগিসো রাবাদা (৬৭) জেমস অ্যান্ডারসন (৫৮) এর সঙ্গে এই দলে ফাস্ট বোলিং আক্রমণ পরিচালনা করবেন, যেখানে জাদেজার স্পিন সঙ্গী হবেন অশ্বিন (৬১)। আশ্চর্যজনকভাবে, ক্রিকেট অস্ট্রেলিয়া নাথান লিয়নকে অন্তর্ভুক্ত করেনি, এই মরশুমে ৮৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here