WTC-র ফাইনালে উঠলে IPL ফাইনালের কারণে সমস্যায় পড়তে পারেন রোহিতরা!
শুভব্রত মুখার্জি: আগামী বছর জুনেই বসতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনাল। ইংল্যান্ডের ওভালে হওয়ার কথা রয়েছে এই ফাইনালের। যদিও এই ফাইনালের জন্য এখন ও চূড়ান্ত দিনক্ষণ ঘোষনা করা হয়নি আইসিসির তরফে। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা ৭-১১ জুন বসবে এই ডব্লুটিসির ফাইনালের আসর। আর ভারত যদি সেই ফাইনালে পৌঁছায় তবে রোহিত শর্মাদের জন্য বাড়তে পারে সমস্যা! কারণ বিসিসিআই সূত্রে খবর আগামী মরশুমের আইপিএলের ফাইনাল এই ডব্লুটিসি ফাইনালের ধার কাছ দিয়েই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ২৮ মে অথবা ৪ জুন হতে পারে আইপিএল ফাইনাল।
সেক্ষেত্রে এই ফাইনালে খেলার পর ডব্লুটিসির ফাইনালে খেলা রোহিতদের জন্য সমস্যার হবে তা বলাই বাহুল্য। পাশাপাশি আন্তর্জাতিক যে সমস্ত ক্রিকেটাররা আইপিএলে খেলবেন তাঁদের দেশ ডব্লুটিসির ফাইনালে উঠলে তাঁদের পক্ষে ও আইপিএলের ফাইনাল খেলা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। বিসিসিআই,টিম ম্যানেজমেন্ট,জাতীয় নির্বাচকদের কাছে এখন আইপিএলের সূচি সামজ্ঞন্য রেখে তৈরি করাটাই বিরাট বড় চ্যালেঞ্জের বিষয়। এই মুহূর্তে ডব্লুটিসির পয়েন্ট তালিকায় ভারত চার নম্বরে রয়েছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার পরে রয়েছে ভারত। ভারতের হাতে রয়েছে এখনও ছটি টেস্ট।
যার মধ্যে তাঁরা দুটি টেস্ট খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। এরপর সামনের বছর ঘরের মাঠে তাঁরা চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ছটি টেস্টে ভারত ভালো ফলাফল করতে পারলে ডব্লুটিসির ফাইনালে খেলার সুযোগ রয়েছে তাঁদের সামনে। এর ফলে প্রথম দুইয়ে শেষ করতে পারে ভারত। ভারতের সেরা ক্রিকেটারদের এই ব্যস্ত সূচিতে ফিট রাখাটাই বিসিসিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ। আইপিএলের স্টেকহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে ৩১ শে মার্চ এবং ১ লা এপ্রিল এই দুটি তারিখ বিসিসিআই বেছে নিয়েছে আগামী মরশুমে আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে। গতবার যেহেতু আইপিএলের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দল ফলে এবার আইপিএল আমদাবাদ থেকেই শুরু হবে স্বাভাবিকভাবেই।
For all the latest Sports News Click Here