WTC ফাইনাল খেলতে ২৩ মে ইংল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া- রিপোর্ট
আইপিএল চলছে। প্রতি ম্যাচেই টানটান উত্তেজনা, রোমহর্ষক পরিস্থিতি। এর মাঝেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরেও চলছে নানা জল্পনা। টিম ইন্ডিয়া সম্ভবত ২৩ মে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রওনা হবে। ২০২৩ আইপিএল প্লেঅফে যে সমস্ত প্লেয়াররা অংশ নেবেন, তারা পরে দলের সঙ্গে যোগ দেবেন।
বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অস্ট্রেলিয়া ও ভারতের মধ্য হাইভোল্টেজ ম্যাচের জন্য। এই দু’টি দল ২০২১-২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবলে শীর্ষে শেষ করে ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। ভারত আবার এর মাঝে অস্ট্রেলিয়াকে পিছনে ঢেলে দিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করেছে। এবং অস্ট্রেলিয়া দুই নম্বরে জায়া করে নিয়েছে। ম্যাচটি লন্ডনের দ্য ওভালে ৭ জুন থেকে শুরু হবে। বৃষ্টির কারণে কোনো ব্যাঘাত ঘটলে অতিরিক্ত রিজার্ভ ডে রাখা হয়েছে।
আরও পড়ুন: IPL-র ‘রংচঙে’ জীবন যেন কেরিয়ারকে শেষ না করে, ২০১২-তেই কুলদীপকে সতর্ক করেন সচিন
সাম্প্রতিক তথ্য অনুসারে, ২১ মে আইপিএল লিগ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে, সম্ভবত ২৩ মে। পরবর্তী তারিখে আইপিএলের প্লে-অফে অংশগ্রহণকারী খেলোয়াড়রা রওনা দেবে যুক্তরাজ্য।
যদিও উভয় দল ইতিমধ্যেই ফাইনালের জন্য তাদের স্কোয়াডের নাম ঘোষণা করেছে এবং তাদের কিছু খেলোয়াড় ইতিমধ্যেই বড় খেলার জন্য প্রস্তুতি নিতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। এর মাঝেই অবশ্য ভারতীয় শিবির বড় ধাক্কা খেয়েছে। লখনউ সুপার জায়ান্টসের দুই তারকা আইপিএলে খেলতে নেমে চোটের কবলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে।
আরও পড়ুন: ৩.৫ ওভারে ৬৬ রান হজম- ‘লজ্জার’ বিশ্বরেকর্ড গড়লেন ভারতের তারকা পেসার
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে আরসিবি-র ইনিংসের দ্বিতীয় ওভারে ফিল্ডিংয়ের সময় ডু’প্লেসির বাউন্ডারি আটকাতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে একেবারে মাঠে শুয়ে ছটফট করছিলেন। তারপর তাঁকে ধরে-ধরে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তিনি মাঠ ছাড়েন যন্ত্রণা নিয়েই।
জয়দেব উনাদকাট আবার আরসিবি-র বিরুদ্ধে ম্যাচের আগেই অনুশীলনে নেটে বোলিং করার সময়ে কাঁধে চোট পান। উনাদাকাটের পা নেটের ধারে একটি দড়িতে আটকে গিয়ে তিনি পড়ে যান। এবং নিজের বাঁ-কাঁধে চোট পান। পড়ে যাওয়ার পরেই উনাদকাট ব্যথায় কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে লখনউ দলের ফিজিয়ো ঘটনাস্থলে ছুটে আসেন।
এক বিজ্ঞপ্তি দিয়ে বিসিসিআই জানায় রাহুলকে দ্রুত মুম্বইতে আসতে হবে চিকিৎসার জন্য। উনাদকাটও সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে। এ দিকে ইতিমধ্যেই চোটের কবলে রয়েছে জসপ্রীত বুমরা ও শ্রেয়স আইয়ার। তাঁদের স্কোয়াডে রাখাই সম্ভব হয়নি।
For all the latest Sports News Click Here