WTC ফাইনালে বিরাট আউট হতেই স্তব্ধ অনুষ্কা, বসে থাকলেন মুখে হাত দিয়ে, ভাইরাল ছবি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়ের জন্য তাঁর দিকে তাকিয়ে ছিলেন কোটি-কোটি ভারতীয়। স্বামীর থেকে স্পেশাল ইনিংসের আশায় মাঠে এসেছিলেন অনুষ্কা শর্মাও। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়নি। ওভালে পঞ্চম দিনের শুরুতেই আউট হয়ে যান বিরাট কোহলি। তারপরই অনুষ্কার যে অভিব্যক্তি ধরা পড়েছে, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে পুরোপুরি হতাশ হয়ে পড়েছেন। তবে সেই অবস্থা শুধুমাত্র অনুষ্কার ছিল না, কোটি-কোটি ভারতীয় সমর্থকদেরও মনের অবস্থা একইরকম ছিল। বিরাট আউট হতেই তাঁরাও হতাশায় ভেঙে পড়েন।
রবিবার ওভালে যখন ভারতীয় দল ব্যাট করতে নেমেছিল, তখন জয়ের জন্য রোহিত শর্মাদের ২৮০ রান দরকার ছিল। হাতে ছিল সাত উইকেট। ক্রিজে ছিলেন বিরাট এবং অজিঙ্কা রাহানে। অর্থাৎ জয়ের জন্য একটা বিরাট স্পেশাল ইনিংস দরকার ছিল। কিন্তু সেটা পারেননি বিরাট। পঞ্চম দিনের সপ্তম ওভারেই আউট হয়ে যান। চতুর্থ দিনের শেষে যেখানে ৪৪ রানে অপরাজিত ছিলেন, সেখানে পঞ্চম দিনে পাঁচ রানের বেশি যোগ করতে পারেননি। অর্থাৎ ৪৯ রানে আউট হয়ে যান।
আর বিরাট যে বলে আউট হন, সেটা যে অবিশ্বাস্য বল ছিল বা একেবারে খেলার মতো বল ছিল না, সেটা একেবারেই নয়। বরং অফস্টাম্পের লাইনে বিরাটের যে দুর্বলতা আছে, সেটা বুঝেই নিখুঁত পরিকল্পনা করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। অফস্টাম্পের বাইরে ফুল বল করেন। বোল্যান্ড খুব ভালোভাবে জানতেন যে কিছুটা অনিশ্চয়তায় ভুগছেন বিরাট।
আরও পড়ুন: IPL-এ এর থেকে বেশি ক্যামেরা অ্যাঙ্গেল দেখা হয়, গিলের আউট নিয়ে ICC-কে তোপ রোহিতের, তুলোধনা থার্ড আম্পায়ারকেও
আর ঠিক সেই পরিকল্পনা সফল হয়। ওই বলটা পেয়ে নিজের মধ্যে ড্রাইভ মারার যে ইচ্ছা তৈরি হয়েছিল বিরাটের, সেটা দমিয়ে রাখতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ব্যাটের কাণায় বল লেগে স্লিপের দিকে উড়ে যায়। ডানদিকে ঝাঁপিয়ে দ্বিতীয় স্লিপে দুরন্ত ক্যাচ নেন স্টিভ স্মিথ। যে ক্যাচটা হয়ত আর পাঁচজন হলে ধরে পারতেন না। কিন্তু বিরাটের দুর্ভাগ্য যে ক্যাচটা স্মিথের কাছেই গিয়েছিল।
আরও পড়ুন: IND vs AUS: শেষ দিনে নয়, ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায় WTC ফাইনালের প্রথম দিনেই, হারের কারণ জানালেন কোচ দ্রাবিড়
আর বিরাট আউট হওয়ার পরেই স্তব্ধ হয়ে যায় ওভালের ভারতীয় সমর্থকরা। যাঁরা বলের আগে পর্যন্ত ‘কোহলি, কোহলি’ চিৎকার করছিলেন। তবে শুধু ভারতীয় সমর্থকরা নন, হতবাক হয়ে যান বিরাটের স্ত্রী অনুষ্কাও। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিরাট আউট হতেই মুখে হাত দিয়ে চুপ করে মাঠের দিকে তাকিয়ে থাকেন অনুষ্কা। পুরোপুরি স্তব্ধ হয়ে যান বলিউড অভিনেত্রী। শেষপর্যন্ত ভারতও হেরে যায়।
For all the latest Sports News Click Here