WTC ফাইনালে করেছেন ৪৪, তাও অ্যাসেজের আগে ওয়ার্নারকে নিয়ে চিন্তায় নেই অজি কোচ
ভারতের বিরুদ্ধে বড় জয় পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি নিজেদের পকেটে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দলে অজিদের রানের পাহাড়ে চাপা পড়েই ম্যাচ হারতে হয়েছে। তবে অজি বাহিনীর ওপেনিং জুটি এই ফাইনাল ম্যাচে বিশেষ কিছু করেনি। প্রথম ইনিংসে স্মিথ এবং হেড শতরান হাঁকালেও ওপেনিং জুটি উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নার বেশি রান করেননি। ম্যাচের শুরুতে খোয়াজা ০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে ডেভিড ওয়ার্নার কিছুটা লড়াই করলেও ৪৩ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে উসমান রানের খাতা খুললেও করেন মাত্র ১৩ রান। অন্যদিকে ওয়ার্নার ১ রান করে ডাগ আউটে ফিরে যান। তবে অ্যাসেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার প্রধান কোচ এই দুই ওপেনারের পাশেই দাঁড়িয়েছেন।
উসমান খোয়াজা ভারতের বিরুদ্ধে এই ফাইনাল ম্যাচটি খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাইবেন। অন্যদিকে ডেভিড ওয়ার্নার প্রথম ইনিংসে কিছুটা রান পেলেও দ্বিতীয় ইনিংসে ফের ব্যর্থ হন। তবে অস্ট্রেলিয়ার প্রধান কোচ ম্যাকডোনাল্ড ডেভিডের পাশে দাঁড়িয়ে বলেন, ‘আমি মনে করি ডেভিড ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভালোই করেছে। ও লেগ সাইড নিচের বলে আউট হয়েছে। ভাগ্য সহায় না থাকায় আউট হতে হয়েছে ওকে। না হলে ও বড় রান করত। তবে ওয়ার্নার যেভাবে পিচে নড়াচড়া করেছে, যেমন ভাবে খেলেছে আমরা ঠিক সেটাই চাই।’
অন্যদিকে খোয়াজাকে ২০১৯ অ্যাসেজে তিনটি টেস্টের পর বাদ দেওয়া হয়। কিন্তু এই আক্রমণাত্মক ব্যাটার ২০২২ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টের জন্য দলে ফিরে আসেন। তারপর থেকে দলের হয়ে অনেক রান করেছেন তিনি। এই বিষয়ে প্রধান কোচ বলেন, ‘গত দু’বছর ধরে খোয়াজা যে রান করেছে সেটা ওর পক্ষেই কথা বলে। তবে প্রতিটা ব্যাটারদের একটা খারাপ সময় থাকে ওর সঙ্গে সেটাই হয়েছে। তার মানে এই নয় যে খোয়াজা ভালোভাবে প্রস্তুত নয়।’
অন্যদিকে একটা বড়সড় পরিবর্তন ঘটেছে ব্রিটিশ শিবিরে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মইন আলি টেস্ট ক্রিকেট ২০২১ সালের সেপ্টেম্বরে অবসর নেন। তবে ইংল্যান্ডের জ্যাক লিচ অ্যাসেজ সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর দুটি টেস্টের জন্য ইংল্যান্ড দলে নেওয়া হয়েছে মইন আলিকে।দীর্ঘদিন লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার ফলে আলিকে সঠিকভাবে তৈরি করে নেওয়াই এখন চ্যালেঞ্জ হতে চলেছে ইংল্যান্ডের কাছে।
For all the latest Sports News Click Here