WTC: টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বিরাট পতন বাবরদের, পাকিস্তানকে টপকে তিনে রোহিতরা
লাহোর টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পিছিয়ে পড়ল পাকিস্তান। এই টেস্টের আগে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ছিলেন বাবর আজমরা। এবার অস্ট্রেলিয়াকে ১২ পয়েন্ট উপহার দেওয়ার পরে পাকিস্তান নেমে যায় চার নম্বরে। বাবরদের টপকে তিনে উঠে আসে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে চলে এসেছে দক্ষিণ আফ্রিকা।
৭টি টেস্ট থেকে পাকিস্তানের সংগ্রহে রয়েছে ৫২.৩৮ শতাংশ হারে ৪৪ পয়েন্ট। অস্ট্রেলিয়া নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করে। ৮টি টেস্ট খেলা অস্ট্রেলিয়ার পকেটে রয়েছে ৭৫.০০ শতাংশ হারে ৭২ পয়েন্ট। ৫টি টেস্টে ৬০.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনে থাকা ভারতের সংগ্রহে রয়েছে ১১ টেস্টে ৫৮.৩৩ শতাংশ হারে ৭৭ পয়েন্ট।
আরও পড়ুন:- PAK vs AUS: বাবর ফিরতেই ভেঙে পড়ে পাকিস্তানের প্রতিরোধ, লাহোরের লড়াকু জয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
৪ টেস্টে ৫০.০০ শতাংশ হারে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড রয়েছে লিগ টেবিলের ছয় নম্বরে। ৬টি টেস্টে তাদের সংগ্রহে রয়েছে ৩৮.৮৮ শতাংশ হারে ২৮ পয়েন্ট। বাংলাদেশ রয়েছে সাতে। তারা ৪টি টেস্টে ২৫.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে।
৬টি টেস্টে ২৫.০০ শতাংশ হারে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১১টি টেস্টে ১৩.৬৪ শতাংশ হারে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের একেবারে শেষে নয় নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড।
উল্লেখ্য, গতবারের মতো এবারও পয়েন্টের নিরিখে নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ করা হবে সংগৃহীত পয়েন্টের শতকরা হার অনুযায়ী। সেই মতোই নির্ধারিত হয়েছে ক্রমতালিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দ্বি-পাক্ষিক সিরিজগুলির শেষে লিগ টেবিলের প্রথম দু’টি স্থানে থাকা দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
For all the latest Sports News Click Here