WPL Auction: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে না উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম!
দামামা বেজে গিয়েছে মহিলা আইপিএলের। সম্প্রচারকারী সত্ত্বও বিক্রি হয়ে গিয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলও ঠিক হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা অকশনের। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই অকশন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। সম্ভবত ১১ অথবা ১৩ ফেব্রুয়ারি বসতে চলেছে মহিলাদের আইপিএলের অকশন। এমনটাই জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে। কারণ হিসাবে উঠে আসছে আরব আমিরশাহিতে চলা ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি।
মহিলা আইপিএলে অংশগ্রহণকারী পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজিই ইন্টারন্যাশনাল লিগে খেলছে। ওই লিগে অংশগ্রহণ করেছে এমআই এমিরেটস, ক্যাপ্রি গ্লোবালের শারজাহ ওয়ারিয়র্স, আদানি গ্রুপের গালফ জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের দুবাই ক্যাপিটালস। ফলে তারা চাইছে ইন্টারন্যাশনাল লিগ শেষ হওয়ার পরেই মহিলা আইপিএলের অকশন শুরু হোক।
ইন্টারন্যাশনাল লিগ থেকে যাতে তাদের ফোকাস সরে না যায় সেই জন্য মহিলা আইপিএলের অকশনের সময়সূচীর বদলের জন্য কিছু দল ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। তারা আইএল টি-২০ লিগের নকআউট পর্বের পর অকশন করতে চাইছে। প্লেঅফ ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিলামের সময় সম্পর্কে কিছু জানায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে বোর্ড ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে নিলামের জন্য ১৩ ফেব্রুয়ারি ঠিক করা হয়েছে। তবে নিলাম কোথায় হবে তা ঠিক করা হয়নি। মুম্বই, দিল্লি অথবা আমদাবাদে হতে পারে বলে জানা যাচ্ছে।
মহিলা আইপিএলের সঙ্গে যুক্ত থাকা এক কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই নিলাম কবে হবে তা নিয়ে আলোচনা করছে। প্রাথমিকভাবে ১১ ও ১৩ ফেব্রুয়ারি ধরা হয়েছে। তবে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির কাছে ১১ ফেব্রুয়ারি অনেকটাই সুবিধা জনক।’
For all the latest Sports News Click Here