WPL 2023: কোহলির ধারেকাছে নই- বিরাটের সঙ্গে তুলনা ফুৎকারে ওড়ালেন RCB অধিনায়ক
মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব দিচ্ছেন স্মৃতি মন্ধানা। গত মাসে নিলামে তারকা ভারতীয় ব্যাটসম্যানকে কেনার জন্য আরসিবি নিলামে ৩.৪ কোটি টাকা খরচ করেছিল। এ বারের মহিলা প্রিমিয়ার লিগে স্মৃতিই সবচেয়ে দামি খেলোয়াড়।
স্মৃতি মন্ধনাকে এখন বিরাট কোহলির সঙ্গেও তুলনা করা হচ্ছে। কোহলি আইপিএল শুরু হওয়ার পর থেকে আরসিবি-র জার্সিতে বহু সাফল্য পেয়েছেন। কোহলি ২০১৩ সালে আরসিবি-র অধিনায়ক হিসেবে নিযুক্ত হন এবং ২০১৬-এর ফাইনালে দলকে তুলেছিল। তবে ২০২১ সালের আইপিএল মরশুমের পরে তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান।
আরও পড়ুন: WPL 2023: এ বার ওয়াইড, নো বলের জন্য নেওয়া যাচ্ছে DRS, ব্যবহার করলেন হরমন- ভিডিয়ো
স্মৃতি মন্ধনা বলেছিলেন যে, তিনি কোনও রকম তুলনায় বিশ্বাস করেন না। তবে কোহলি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির জন্য যা অর্জন করেছেন, সেটা অনুকরণ করতে চান।
ভারতীয় মহিলার ক্রিকেট টিমের তারকা ব্যাটার বলেছেন, ‘আমি এই ধরনের তুলনা পছন্দ করি না। কারণ তিনি (কোহলি) যা অর্জন করেছেন, তা এক কথায় অসাধারণ। আশা করি, আমিও একদিন সেই জায়গায় পৌঁছব। কিন্তু এখন আমি ওঁর ধারেকাছে নেই। তিনি এই ফ্র্যাঞ্চাইজির (আরসিবি) জন্য যা অর্জন করেছেন, আমিও সেটা অর্জনের চেষ্টা করতে চাই এবং সাফল্য পেতে চাই।’
আরও পড়ুন: WPL-এ শেফালি ঝড়,দুরন্ত হাফসেঞ্চুরি করে রেকর্ড টিনএজারের,IPL-এও এই নজির কারও নেই
মজার বিষয় হল, বিরাট কোহলি এবং স্মৃতি মন্ধানা- দুই তারকাই আরসিবি এবং টিম ইন্ডিয়ার জন্য একই জার্সি নম্বর পরে খেলেন। সেই জার্সির নম্বর হল ১৮। এবং স্মৃতি মন্ধানাকে আনুষ্ঠানিক ভাবে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসাবে ঘোষণা করেছিলেন কোহলি।
রবিবার মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অবশ্য হার দিয়ে শুরু করেছেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা। ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তারা ৬০ রানে হেরে যায়। প্রথমে ব্যাট করে দিল্লি ২ উইকেটে ২২৩ রান করে। আরসিবি নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৬৩ রান করে। স্মৃতি এ দিন বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। ২৩ বলে ৩৫ করে আউট হয়ে যান তিনি।
For all the latest Sports News Click Here