WPL: চোটের জন্য ছিটকে গেলেন UP-র উইকেটকিপার, দলে ঢুকলেন মহারাষ্ট্রের প্লেয়ার
শুভব্রত মুখার্জি: ডব্লুপিএলের মরশুমের শুরুতেই পরিবর্তন হল ইউপি ওয়ারিয়র্জ স্কোয়াডে। ছিটকে গেলেন লক্ষ্মী যাদব। তাঁর পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিলেন ‘আনক্যাপড’ ব্যাটার শিবালি শিন্ডে। চলতি ডব্লুপিএলের মরশুমের বাকি ম্যাচগুলোতে ইউপি ওয়ারিয়র্জের হয়ে খেলার সুযোগ পেতে পারেন তিনি। অনুশীলন চলাকালীন দলের কিপার ব্যাটার লক্ষ্মী যাদব চোট পেয়েছিলেন। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল গাজিয়াবাদের এই বাসিন্দাকে। লক্ষ্মীকে নিলামের মধ্যে দিয়ে দলে নিয়েছিল ইউপি। তাঁর বেস প্রাইস ১০ লাখ টাকাতেই দলে নিয়েছিল তাঁকে।
ফ্রাঞ্চাইজির তরফে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। সেখানে লক্ষ্মী জানিয়েছেন ‘দুর্ভাগ্যজনকভাবে চোট পাওয়ার ফলে আমাকে বাড়িতে ফিরে আসতে হচ্ছে। সত্যি বলতে বিষয়টা একেবারেই ঠিক হল না আমার জন্য। আমি দীর্ঘদিন ধরে এই সুযোগটার (ইউপির হয়ে খেলা) জন্য অপেক্ষা করছিলাম। যখন সুযোগ এল তখন আমি চোটের কারণে ছিটকে গেলাম। তবে আমি আশা ছাড়ছি না। চোটের কারণে ছিটকে যাওয়ার পরেও আশা ছাড়ছি না। দলের সঙ্গে যতটুকু সময় আমি কাটিয়েছি তা স্মরণীয় হয়ে থাকবে। প্রত্যেকেই খুব পজিটিভ। দলের পরিবেশ খুব স্বাস্থ্যকর ছিল সবার জন্য। আমার কখনও মনে হয়নি এতবড় টুর্নামেন্ট, এটা আমার প্রথম টুর্নামেন্ট হতে চলেছে। আমি একেবারেই নার্ভাস ছিলাম না। প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। ক্যাম্প থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রত্যেকে আমাকে খুব সাহায্য করেছে।’
২৬ বছর বয়সি শিবালি মহারাষ্ট্রের বাসিন্দা। রাজ্য দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সিনিয়র মহিলা টি-২০ চ্যালেঞ্জার কাপে ভারতীয় এ দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কোলাপুরের একজন ওপেনিং ব্যাটার শিবালি। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। দ্রুত রান করার ক্ষমতা রয়েছে তাঁর। তিনি জানিয়েছেন প্রথম ডব্লুপিএলে খেলার যে সুযোগ তাঁর সামনে এসেছে সেই কারণে ভীষণভাবে গর্বিত তিনি। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে তিনি যে মুখিয়ে রয়েছেন সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
For all the latest Sports News Click Here