WPL-এ মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজির জার্সি প্রকাশ্যে
শুভব্রত মুখার্জি: ডব্লুপিএলের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। নিলামের মধ্যে দিয়ে দলগঠন করে ফেলেছে সবকটি ফ্রাঞ্চাইজি। কোচিং স্টাফদেরও নিয়োগ করে ফেলেছে পাঁচটি ফ্রাঞ্চাইজিই। আর এবার আসন্ন মরশুমে তাদের নতুন জার্সি প্রকাশ করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করে ডব্লুপিএলের প্রথম মরশুমের তাদের জার্সি সামনে আনল নীতা আম্বানির ফ্রাঞ্চাইজি। ‘আলি রে’ শীর্ষক একটি ভিডিয়ো প্রকাশ করে এই জার্সি সামনে আনা হয়েছে ফ্রাঞ্চাইজির তরফে।
ডব্লুপিএলের প্রথম মরশুমে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট জায়ান্টস, রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর এবং ইউপি ওয়ারিয়র্স এই পাঁচটি ফ্রাঞ্চাইজি লড়াই করবে। ইতিমধ্যেই দেশি, বিদেশি মোট ৮৭ জন ক্রিকেটারকে দলে নিয়েছেন এই পাঁচটি ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা। আর এমন আবহেই সামনে এল মুম্বই দলের ডব্লুপিএলের নয়া জার্সি। অনেকটা আইপিএলে তাদের জার্সির সঙ্গে মিল রয়েছে এই জার্সির। নীল রঙের জার্সিতে রয়েছে শার্টের মতন কলার। গলা থেকে বুকের মাঝামাঝি পর্যন্ত রয়েছে চেন। হাতে, কাঁধে, গলাতে এবং শার্টের দুপাশে রয়েছে সোনালি রঙের স্ট্রাইপ।
পাশাপাশি তাঁদের কোচিং স্টাফেও রয়েছে বেশ কিছু কিংবদন্তি নাম। দলের মেন্টর এবং বোলিং কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন ঝুলন গোস্বামী। দলের হেড কোচ চার্লট এডওয়ার্ডস। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দেবিকা পালসিকর। মুম্বই তাদের প্রথম ম্যাচ খেলবে ৪ মার্চ। তাঁদের প্রতিপক্ষ গুজরাট জায়ান্টস। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচটি। দলে রয়েছে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরের মতন ক্রিকেটারও। ১.৮০ কোটি টাকায় তাঁকে কিনেছিল মুম্বই দল। পাশাপাশি রয়েছে ন্যাট স্কিভার ব্রান্টের মতন বিদেশি ক্রিকেটার। যাকে ৩.২০ কোটি টাকায় দলে নিয়েছিল মুম্বই। ২৬ মার্চে ব্রেবোর্ন স্টেডিয়ামে খেলা হবে ডব্লুপিএলের ফাইনালের আসর।
For all the latest Sports News Click Here