World Cup 2011 Final: সে দিন সচিনের সেই তিনটে কথা আজও ভুলতে পারেননি বিরাট কোহলি
২০১১ সালের ২ এপ্রিল অর্থাৎ আজ থেকে ১১ বছর আগে আজকের দিনেই আইসিসি-র একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছিল ধোনির টিম ইন্ডিয়া। ১৯৮৩ সালের পর এটি ছিল ভারতের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়। ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছিল ভারতীয় দল। ফাইনালে প্রায় সকলেই সমান অবদান রেখেছিলেন। সে দিনের ম্যাচে বিরাট কোহলিও একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। যা আজও মনে রেখেছেন কোহলি। আসলে আজকের দিনে অর্থাৎ ২ এপ্রিল দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ১১ বছর পূর্ণ করল টিম ইন্ডিয়া।
এই উপলক্ষে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছে। এই ভিডিয়োতে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও সেই ফাইনালের কথা স্মরণ করেছেন। তিনি বলেন, ওই ম্যাচে আমি ৩৫ রান করেছিলাম। আমি এটাকে আমার ক্যারিয়ারের সেরা ইনিংস বলে মনে করি। কোহলি বলেন,‘আমার এখনও মনে আছে যখন আমি (ফাইনালে) ব্যাট করতে মাঠে যাচ্ছিলাম। ৩১ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল। সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহওয়াগ দুজনেই আউট হয়েগিয়েছিলেন। আমি যখন মাঠে যাচ্ছিলাম,তখন সচিন পাজি একটা বড় পার্টনারশিপ করতে বলেছিলেন। এর পর গৌতম গম্ভীর এবং আমি প্রায় ৯০ রানের পার্টনারশিপ গড়েছিলাম (আসলে ৮৩রান)। এরপর ৩৫ রানের ইনিংস খেলেছি।’
ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি আরও বলেন, ‘৩৫ রানের ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ৩৫ রানের এই ইনিংসটি আমার ক্যারিয়ারের সেরা ইনিংস। দল নিজের ট্র্যাকে ফিরে এসেছিল এবং আমি যে সমস্ত অবদান রেখেছি তার জন্য আমি খুশি। পরিবেশটা ছিল খুবই উষ্ণ। এটা এখনও আমাদের স্মৃতিতে তাজা। বন্দে মাতারাম শব্দগুলো ভেসে আসছিল, জো জিতা ওহি সিকান্দার স্লোগান উঠছিল।’
For all the latest Sports News Click Here