World Championship-এ সোনা জিতে অলিম্পিক্সের কড়া নাড়ছে রুদ্রাংশ,জোড়া সোনা উদয়বীরের
শুভব্রত মুখার্জি: মিশরের কাইরোতে বসেছে আইএসএসএফ আয়োজিত বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপের আসর। সেখানেই বাজিমাত করলেন দুই প্রতিভাবান ভারতীয় শুটার। উদয়বীর সিধু এবং এষা সিং যেন এ দিন শুটিং রেঞ্জে ছিলেন স্বপ্নের ফর্মে। এ দিন দুই শুটার ভারতের হয়ে জিতলেন সোনা। উদয়বীর আবার জোড়া সোনা জিতেছেন। তাঁদের পারফরম্যান্সে ভর করেই আবার শনিবার শেষে পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখানেই শেষ নয়, সোনা জিতে ২০২৪ প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের কাছে পৌঁছে গিয়েছে রুদ্রাংশ পাটিল। ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
শনিবার দিনের শেষে ভারতের পদক প্রাপ্তির ভাঁড়ারে ছিল তিনটি সোনা এবং দু’টি ব্রোঞ্জ। সব মিলিয়ে ভারতের ঝুলিতে রয়েছে ৪টি সোনা এবং ৩টি ব্রোঞ্জ। পুরুষদের জুনিয়র ২৫ মিটারে এবং স্ট্যান্ডার্ড পিস্তলে এ দিন সোনা জেতেন উদয়বীর। অপর দিকে মেয়েদের জুনিয়র ২৫ মিটারেও সোনা জিতেছেন এষা সিং। ফলে আপাতত পদক তালিকায় চিনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চিনের ঝুলিতে রয়েছে ৮টি সোনা সহ ১৬ টি মেডেল।
অন্য দিকে ১০মিটার এয়ার রাইফেলে পুরুষ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ২০২৪ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনের পথে বড় পদক্ষেপ বাড়িয়ে ফেলেছেন রুদ্রাংশ পাটিল। পুরুষদের জুনিয়র স্পোর্টস ২৫ মিটার পিস্তলে রাপিড ফায়ার এবং প্রেসিশন রাউন্ড মিলিয়ে ৫৮০ পয়েন্ট স্কোর করে চ্যাম্পিয়ন হন উদয়বীর। ৫৭৯ পয়েন্ট নিয়ে ইতালির ম্যাত্তেও মাস্ত্রোভালেরিও দ্বিতীয় স্থানে এবং ৫৭৭ পয়েন্ট নিয়ে চিনের লিউ ইয়াঙ্গপান তৃতীয় হন।
অপর দিকে স্ট্যান্ডার্ড পিস্তলে তিন স্টেজে ৫৬৮ পয়েন্ট স্কোর করে প্রথম স্থান দখল করেন উদয়বীর। ৫৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ স্থানে শেষ করেন ইয়াঙ্গপান। অন্যদিকে কাউন্টব্যাকে ৫৬৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে ভারতের শুটার সমীরকে। অন্যদিকে ৫৮১ পয়েন্ট স্কোর করে কোয়ালিফিকেশন রাউন্ডে ৪র্থ স্থানে শেষ করেন এষা সিং। ফাইনালে ২৯ টি সঠিক শট চালান এষা। পিছনে ফেলে দেন চিনের ফেঙ্গ সিক্সুয়ানকে। যিনি ২৫ টি সঠিক লট চালাতে সক্ষম হয়েছিলেন। গত বছর লিমা জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটি রুপো জয়ের পরে এই প্রথম জুনিয়র বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিততে সমর্থ হলেন এষা সিং। মেয়েদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে ৫৫৭ পয়েন্ট স্কোর করে রুপো পান তেজস্বিনী।
For all the latest Sports News Click Here