Women’s World Cup: দাপুটে হাফ-সেঞ্চুরিতে জোড়া বিশ্বরেকর্ড মিতালির
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি মহিলা বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির সুবাদে একইসঙ্গে একজোড়া বিশ্বরেকর্ড গড়েন মিতালি রাজ। সেই সঙ্গে তিনি সর্বকালীন সেরাদের তালিকায় উঠে আসেন দু’নম্বরে।
প্রথমত, মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন মিতালি। এই নিরিখে তিনি টপকে গেলেন নিউজিল্যান্ডের ডেবি হকলিকে। সেঞ্চুরি বাদ দিয়ে মিতালি বিশ্বকাপের মঞ্চে ৫০ রানের গণ্ডি টপকালেন এই নিয়ে ১১ বার। হকলি শতরান বাদ দিয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন মোট ১০ বার।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন।
দ্বিতীয়ত, সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি মিলিয়ে বিশ্বকাপে সব থেকে বেশি বার ৫০ রানের গণ্ডি টপকানো ব্যাটারে পরিণত হলেন মিতালি। এই তালিকাতেও তিনি পিছনে ফেলেন হকলিকে। বিশ্বকাপের মঞ্চে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি মিলিয়ে মোট ১২ বার ৫০ রানের গণ্ডি টপকেছেন হকলি। মিতালি মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরি করলেন। সুতরাং তিনি ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকালেন মোট ১৩ বার।
এছাড়া মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ইংল্যান্ডের জানেত ব্রিটিনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন মিতালি। ব্রিটিন বিশ্বকাপে মোট ১২৯৯ রান সংগ্রহ করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাফ-সেঞ্চুরির পথে মিতালি টপটে যান প্রাক্তন ব্রিটিশ তারকাকে। আপাতত বিশ্বকাপে মিতালির সংগ্রহে রয়েছে ১৩২১ রান।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে মিতালি রাজ ৮টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৬৮ রান করে আউট হন।
For all the latest Sports News Click Here