Women’s WC Points Table: টেলরদের উড়িয়ে ফের লিগ টেবিলের মগডালে ভারত
প্রথম রাউন্ডের শেষে ভারত চলতি মহিলা বিশ্বকাপের লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছিল। তবে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে বসায় মিতালিরা প্রথম চারের বাইরে ছিটকে যান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে ভারত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে দাঁড়িয়েছিল। তবে স্টেফানি টেলরদের উড়িয়ে ভারত পাঁচ থেকে একলাফে শীর্ষে ফিরে আসে। মিতালিরা সিংহাসন ছিনিয়ে নেন অস্ট্রেলিয়ার কাছ থেকে।
আপাতত ৩ ম্যাচে ভারতের সংগ্রহে রয়েছে ৪ পয়েন্ট। অস্ট্রেলিয়া ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে ভারতের নেট রান-রেট অজিদের তুলনায় ভালো হওয়ায় এক নম্বরে জায়গা করে নেন মিতালিরা। দ্বিতীয় স্থানে পিছলে যায় অস্ট্রেলিয়া।
ভারতের কাছে হেরে প্রথম চারের বাইরে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তারা ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে। লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে পাকিস্তান। বাংলাদেশ রয়েছে ৭ নম্বরে।
আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-
১. ভারত: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +১.৩৩৩)।
২. অস্ট্রেলিয়া: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +১.০৬১)।
৩. নিউজিল্যান্ড: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.৭৯৯)।
৪. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.৩৮০)।
৫. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.৯৬৭)।
৬. ইংল্যান্ড: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.১৯০)।
৭. বাংলাদেশ: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯২৩)।
৮. পাকিস্তান: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০ (নেট রান-রেট: -১.২৭৪)।
For all the latest Sports News Click Here