Women’s WC: উইন্ডিজকে খাবি খাইয়ে ১৫৭ রানে জিতে ফাইনালে অজিরা, হল একাধিক রেকর্ড
এ বারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। তারা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরে ফাইনালে পৌঁছল। কোনও টিমই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। সব যেন খড়কুটোর মতোই উড়ে যাচ্ছে। বুধবার সেমিফাইনালেও একই ঘটনার পুনরাবৃত্তি। ওয়েস্ট ইন্ডিজকে একেবারে নাকানিচোবানি খাইয়ে ১৫৭ রানে ম্যাচ জিতে ফাইনালে উঠল অজিরা।
টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেন করতে নেমে নজির গড়েন অ্যালিসা হিলি এবং রেচেল হেইনস। প্রথম উইকেটে ২১৬ রান করে হিলি-হেইনস জুটি। এ বার বিশ্বকাপে এটাই সর্বোচ্চ পার্টনারশিপ। শুরুটাই ভালো হওয়ার অস্ট্রেলিয়া একেবারে রানের পাহাড় গড়ে। ৩ উইকেট হারিয়ে তারা ৩০৫ রান করে। তার মধ্যে ওপেনিং জুটিই করেছে ২১৬ রান। এ দিন মাত্র ১০৭ বলে ১২৯ রানের অসাধারণ ইনিংস খেলেন অজি উকেটকিপার অ্যালিসা হিলি। তাঁকে যোগ্য সঙ্গত করেন হেইনস। তিনি ১০০ বলে ৮৫ রান করেন। এ ছাড়া পাঁচে ব্যাট করতে নেমে ৩১ বলে বেথ মুনির ৪৩ রান ৩০০-র গণ্ডি টপকে দেয় অস্ট্রেলিয়াকে। অধিনায়ক মেগ ল্যানিং করেন ২৬ বলে ২৬ রান।
এ দিকে এ দিন সেঞ্চুরি করে হিলি স্পর্শ করেন বড় মাইলস্টোন। দ্বিতীয় মহিলা উইকেটকিপার হিসেবে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি করলেন হিলি। এর আগে ২০১৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্রিটিশ উইকেটকিপার সারা টেলর ১৪৭ রান করেছিলেন।
উইন্ডিজের চিনেল হেনরি ২ উইকেট নেন। শামিলিয়া কনেল নিয়েছেন ১ উইকেট। মূলত উইন্ডিজ বোলারদের ব্যর্থতার কারণেই ৪৫ ওভারে ৩০৫ রানের ইনিংস গড়ে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হওয়ায় ৫ ওভার কম খেলা হয়।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের ১২ রানের মাথায় ১ উইকেট হারিয়ে বসে থাকে তারা। দলের ৫০ রান হওয়ার আগেই হারায় দ্বিতীয় উইকেট। অধিনায়ক স্টেফানি টেলর সর্বোচ্চ ৪৮ রান (৭৫ বলে) করেন। এ ছাড়া দিয়েন্দ্রা ডটিন এবং হেইলি ম্যাথিউজ ৩৪ করে রান করেন। এর বাইরে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি উইন্ডিজের বাকি ব্যাটাররা। ৩৭ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এর পর চোটের জন্য ব্যাট করতেই নামতে পারেননি চিনেল হেনরি এবং আনিসা মহম্মদ। যে কারণে ৮ ওভার এবং ২ উইকেট হাতে থাকলেও আগেই ম্যাচ হেরে বসে থাকে ওয়েস্ট ইন্ডিজ।
তবে যা পরিস্থিতি ছিল, তাতেও ক্যারিবিয়ানদের পক্ষে ম্যাচ জেতা কোনও ভাবে সম্ভব ছিল না। দাপটের সঙ্গে ১৫৭ রানে ম্যাচ জিতে ফাইনালে গেল অস্ট্রেলিয়া।
For all the latest Sports News Click Here