Women’s WC: পাক বোলারদের সামনে ল্যাজেগোবরে অবস্থা উইন্ডিজের,আশায় বুক বাঁধছে ভারত
প্রকৃতির বদান্যতায় মহিলা বিশ্বকাপের পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ টি-২০’র রূপ নেওয়ায় তা পড়ে পাওয়া চোদ্দ আনা হয়ে দেখা দিতে পারে ভারতের কাছে। কেননা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের বোলারদের সামনে যেরকম ল্যাজেগোবরে হতে হল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের, তাতে ভারতের সেমিফাইনালের রাস্তা তুলনায় কাঁটামুক্ত হতে পারে।
পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজ হারলে সেমিফাইনালের দৌড়ে বাড়তি অক্সিজেন পাবে ভারত। কেননা, তখন মিতালিরা শেষ ২টি ম্যাচ জিতলে অনায়াসে শেষ চারের টিকিট হাতে পেতে পারেন। যদিও কিছু অঙ্কের উপর নির্ভর করে ভারতের শেষ চারে যাওয়ার আরও রাস্তা খোলা থাকছে। তবে হারলে ওয়েস্ট ইন্ডিজের কাজ কঠিন হবে সন্দেহ নেই। হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৯ রানে আটকে রেখে পাকিস্তান ভারতের পালে হাওয়া লাগানোর ইঙ্গিত দেয়।
বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচ ২০ ওভার প্রতি ইনিংসে কমে দাঁড়ায়। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৮৯ রানে আটকে যায়। সুতরাং, জয়ের জন্য পাকিস্তানের দরকার ৯০।
দিয়েন্দ্রা ডটিন (৩৫ বলে ২৭), স্টেফানি টেলর (৩১ বলে ১৮) ও ফ্লেচার (৭ বলে অপরাজিত ১২) ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কেউ দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ম্যাথিউজ ১, ক্যাম্পবেল ৭, নেশন ০ ও হেনরি ০ রানে আউট হন। ৯ রানে অপরাজিত থাকেন আলিয়া।
বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স উপহার দেন নিদা দার। তিনি ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ফতিমা সানা, নাশরা সান্ধু ও ওমাইমা সোহেল। আমিন উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করেন।
For all the latest Sports News Click Here