Women’s WC:ঘুম থেকে উঠেই দেখুন বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড মহারণ,কোথায় দেখবেন খেলা?
পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে আইসিসি মহিলা বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। পরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়োজক নিউজিল্যান্ডের কাছে পরাজিত হন মিতালিরা। তবে সাময়িক ব্যর্থতা ঝেড়ে ফেলে ভারত পুনরায় জয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এবার টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি গতবারের রানার্স ভারত। ২০১৭-র ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই খেতাব হাতছাড়া হয়েছিল মিতালিদের। তাই ভারতের সামনে সুযোগ বদলা নেওয়ার।
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম ইংল্যান্ড চলতি মহিলা বিশ্বকাপের ১৫তম ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ: ১৬ মার্চ, ২০২২ (বুধবার)।
কোথায় অনুষ্ঠিত হবে মহিলা বিশ্বকাপের ১৫তম ম্যাচ: বে ওভাল (মাউন্ট মাউনগানুই)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টা ৩০ মিনিটে শুরু ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৬টায়।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপের ম্যাচগুলি। ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি ও স্টার স্পোর্টস-৩ চ্যানেলে।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
For all the latest Sports News Click Here