Women’s Asia Cup: ৫০ বল বাকি থাকতে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ
মেয়েদের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেল বাংলাদেশ। ৫০ বল বাকি থাকতে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারানোর রেকর্ড করে ফেলল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের বোলারদের দাপটে ৮২ রানে অল আউট হয়ে যান থাইল্যান্ডের মেয়েরা। আর ৫০ বল বাকি থাকতে ৯ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেন নিগার সুলতানারা।
টসে জিতে ব্যাট করতে নেমেছিল থাইল্যান্ড। আর অই সিদ্ধান্তই বুমেরাং হয়ে যায়। বাংলাদেশের সকালের আবহাওয়ার সুবিধে পায় স্পিনাররা। বাংলাদেশের স্পিনারদের জাদুতে চাপে পড়ে থাইল্যান্ড। রুমনা আহমেদদের ঝড়ে একেবারে খড়কুটোর মতোই উড়ে যায় থাইল্যান্ডের ব্যাটাররা।
আরও পড়ুন: ৬ অক্টোবর অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত, দেখে নিন প্রস্তুতি ম্যাচ সহ ভারতের WC সূচি
ফন্নিতা মায়া ২২ বলে ২৬ রান করেন। যেটা থাইল্যান্ডের ক্রিকেটারদের করা সর্বোচ্চ রান। এ ছাড়া নাথাকান চনথাম ৩৮ বলে ২০ রান করেন। রোসেনন কানোহ ১২ বলে ১১ করেন। সোর্ননারিন টিপ্পোচ ১৫ বলে ১০ করেন। বাকিরা তো দুই অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি।
৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন রুমনা আহমেদ। নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সোহেলি আক্তার ২টি করে উইকেট নেন। সালমা খাতুন ১টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: সল্টের ঝোড়ো ইনিংসে ইংল্যান্ডের জয়, পাকিস্তানের ক্ষতে নুনের ছিটে দিয়ে হল বড় নজির
টস জিতে যে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা ঠিক ছিল না, সেটা প্রমাণ হয়ে যায় বাংলাদেশের রান তাড়া করা দেখে। স্কোরবোর্ডে লক্ষ্য ছোট। কিন্তু বাংলাদেশ দলের ওপেনার শামিমা সুলতানা ৩০ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচটা পাওয়ার প্লেতেই শেষ করে দেন। এই ইনিংসের হাত ধরেই জয়ের ভিত তৈরি করে ফেলে বাংলাদেশ। শামিমার ইনিংসে ছিল ১০টি চার।
এর পর ফারগানা হক ২৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দলের অধিনায়ক নিগার সুলতানা ১১ বলে অপরাজিত ১০ রান করেন। এই দুই ক্রিকেটার মিলে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় দলকে। ১১.৪ বলে ১ উইকেট হারিয়ে ৮৮ রান করে বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল জয়ে এ বারের এশিয়া কাপে দাপটের সঙ্গেই শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
For all the latest Sports News Click Here