Women’s Asia Cup: লঙ্কার বিরুদ্ধে দুরন্ত ৭৬ রান জেমিমার, মিতালিকে টপকে নয়া নজির
মেয়েদের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে ৫৩ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন জেমিমা রডরিগেজ। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেন দুরন্ত নজিরও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের নজির গড়েন জেমিমা। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৭০ বা তার বেশি রান কেউ করতে পারেননি।
২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে মিতালি রাজ ৬৭ রান করেন। ২০১৮ সালে হরমনপ্রীত কাউর করেছিলেন ৬৩ রান। ২০১৬ সালে মিতালি রাজ আবার ৬২ রান করেছিলেন।
পাশাপাশি মেয়েদের এশিয়া কাপে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে হাফ সেঞ্চুরি করার নজির গড়েন জেমিমা। জেমিমা ২২ বছর ২৬ দিন বয়সে এই নজির গড়লেন। তিনি ভাঙলেন বাংলাদেশের ফারগানা হকের রেকর্ড। এর আগে এশিয়া কাপে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে হাফসেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের ফারগানা। তিনি ২০১৮ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ২৫ বছর ৭৯ দিন বয়সে এই নজির গড়েছিলেন।
আরও পড়ুন: চোট সারিয়ে এশিয়া কাপে মেজাজে জেমিমা, ভাঙলেন বাংলাদেশের ফারগানার রেকর্ড
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথমে ১৩ এবং পরে ২৩ রানে পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু হাল ধরেন জেমিমা রডরিগেজ। তাঁকে সঙ্গত করেন অধিনায়ক হরমনপ্রীত কাউর। জেমিমা একেবারে ঝড় তুলে হাফসেঞ্চুরি করেন। তবে ৫৩ বলে ৭৬ করে আউট হয়ে যান তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার একটি ছয়। তবে জেমিমার আগেই ৩০ বলে ৩৩ করে আউট হয়ে যান হরমন।
আরও পড়ুন: ৫০ বল বাকি থাকতে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ
এই জুটি আউট হলে ভারতের ইনিংসেও ভাঙন ধরে। ডেথ ওভারে রান বদলে পরপর উইকেট পড়তে থাকে। জেমিমা যখন আউট হয়েছিলেন, তখন ভারতের স্কোর ছিল ১৭.৪ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান। তার পর ২.২ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান যোগ করে ভারত। একমাত্র দয়ালন হেমলতা ১০ বলে ১৩ করে অপরাজিত থাকেন। বাকিদের অবস্থা তথৈবচ। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ করে ভারত।
শ্রীলঙ্কার হয়ে ওশাদি রণসিংহে একাই নেন ৩ উইকেট। এ ছাড়া সুগন্দিকা কুমারী এবং চামারী অথাপাত্থু ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। হাসিনি পেরেরা করেন ৩২ বলে ৩০ রান। এটাই সর্বোচ্চ। ওশাদি রণসিংহে দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান (১০ বলে) করেন। এর বাইরে বাকিরা কেউ ৫ রানের গণ্ডিও টপকাতে পারেননি। ১৮.২ ওভারে ১০৯ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে দয়ালন হেমলতা নেন ৩ উইকেট। পূজা বস্ত্রকার এবং দীপ্তি শর্মা ২টি করে উইকেট নিয়েছেন। রাধা যাদব নিয়েছেন ১উইকেট। ভারত ৪১ রানে ম্যাচ জিতে যায়। ম্যাচের সেরা প্লেয়ার হন জেমিমা।
For all the latest Sports News Click Here