Wimbledon 2023: মহিলা সিঙ্গলসের ইতিহাসে দীর্ঘতম টাইব্রেকারের সাক্ষী উইম্বলডন
শুভব্রত মুখার্জি: লন টেনিসে মহিলা সিঙ্গেলসের ইতিহাসে দীর্ঘতম টাইব্রেকারের সাক্ষী থাকল ২০২৩ সালের উইম্বলডন। ঘাসের কোর্টে একে অপরের বিরুদ্ধে হার না মানা লড়াই চালালেন ইউক্রেন এবং রোমানিয়ার দুই ক্রীড়াবিদ। আর এর ফলেই ইতিহাসের অংশ হয়ে গেলেন ইউক্রেনের লেসিয়া সুরেঙ্ক এবং রোমানিয়ার অ্যানা বোগদান। টাইব্রেকারে ৩৮ পয়েন্টের লড়াই চালাল দুই প্রতিদ্বন্দী। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়ের মুখ দেখলেন সুরেঙ্ক। দীর্ঘতম টাইব্রেকারে ২০-১৮ ফলে জিতলেন সুরেঙ্ক।
তিন ঘন্টা ৪০ মিনিটের ম্যারাথন লড়াই চালালেন দুই তারকা। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ ছিলেন। ম্যাচে অবশ্য পিছিয়ে গিয়েও দুরন্ত কামব্যাক করলেন সুরেঙ্ক। ৪-৬, ৬-৩, ৭-৬(২০-১৮) ফলে ম্যাচ জিতে নিলেন ইউক্রেনের সুরেঙ্ক। ম্যাচে ১-০ সেটে এগিয়ে থেকেও হারতে হল বোগদানকে। চলতি উইম্বলডনে সুরেঙ্ক এবং বোগদান দুজনেই অবাছাই। দুই অবাছাইয়ের এমন রোমাঞ্চকর লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দর্শকরা। ম্যাচ ১-১ থাকা অবস্থায় শেষ সেটে বাজিমাত করলেন সুরেঙ্ক।
এই ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে চলে গেলেন সুরেঙ্ক। আর অন্যদিকে উইম্বলডন থেকে বিদায় নিতে হল বোগদানকে। বোগদান-সুরেঙ্ক ভেঙে দিলেন ২০১৫ সালের নজিরকেও। আট বছর আগে এই নজির হয়েছিল জোহানা কন্টা এবং ডেনিসা অ্যালারটোভার ম্যাচে। সেই ম্যাচে টাইব্রেকার চলেছিল ৩৬ পয়েন্টের। ফরাসি ওপেনে সেবার টাইব্রেকারে জিতেছিলেন অ্যালারটোভা। উইম্বলডনে শুক্রবার অবশ্য পাঁচটি ম্যাচ পয়েন্ট বাঁচালেন সুরেঙ্ক। ম্যাচ ১-১ থাকা অবস্থায় তৃতীয় সেটে ৫-৩ ফলে এগিয়ে ছিলেন বোগদান। ম্যাচ জেতার জন্য সার্ভ করতে গিয়েও ধরে রাখতে পারেননি বোগদান। বোগদানের সার্ভিস ব্রেক করে ৬-৫ ফলে এগিয়ে ও গিয়েছিলেন সুরেঙ্ক। সেখান থেকে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান বোগদান তবে শেষ রক্ষা করতে পারেননি।
For all the latest Sports News Click Here