Wimbledon 2023: পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে রোহন বোপান্না-এবডেন জুটি
শুভব্রত মুখার্জি: উইম্বলডনের মিক্সড ডাবলসে আগেই শেষ হয়ে গিয়েছিল ভারতের চ্যালেঞ্জ। রোহন বোপান্না এবং ডাবরোস্কি জুটি আগেই ছিটকে গিয়েছিল। তবে উইম্বলডনের পুরুষ ডাবলস বিভাগে কিন্তু দুরন্ত ফর্মে রয়েছেন রোহন বোপান্না। তাঁর অস্ট্রেলীয় পার্টনার ম্যাথু এবডেনকে সঙ্গী করে পৌঁছে গেলেন চলতি উইম্বলডনের পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে। ভারতীয় এবং অস্ট্রেলিয়া জুটির কাছে হারতে হল আমেরিকা এবং নেদারল্যান্ডস জুটির। স্ট্যালডার এবং পেল জুটিকে হারিয়ে দিল বোপান্না-এবডেন জুটি।
খেলার ফল বোপান্নাদের পক্ষে ৭-৫,৪-৬,৭-৬(১০-৫)। প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় নিশ্চিত করলেন রোহন বোপান্নারা। দুই ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসলেন রোহন বোপান্নারা। রিসে স্ট্যালডার এবং ডেভিড পেল জুটিকে মঙ্গলবার হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল বোপান্না-এবডেন জুটি। কোয়ার্টার ফাইনালে বোপান্নারা মুখোমুখি হবেন ডাচ জুটি ট্যালন গ্রিকস্পুর এবং বার্ট স্টিভেন্সের।
প্রসঙ্গত চলতি উইম্বলডনের রবিবারের দিনটা একেবারেই ভালো যায়নি ভারতের জন্য। পুরুষদের ডাবলসে লড়াই করেও হেরে যেতে হয়েছিল য়ুকি ভাম্ব্রি-সাকেত মাইনেনি জুটিকে। অন্যদিকে রোহন বোপান্না এবং গ্যাব্রিয়েলা ডাবরোস্কি ও হেরে গিয়েছিলেন তাঁদের মিক্সড ডাবলসের ম্যাচে। ষষ্ঠ বাছাই রোহন বোপান্না এবং গ্যাব্রিয়েলা ডাবরোস্কি জুটি হেরেছিলেন ২০১৯ সালের উইম্বলডনের চ্যাম্পিয়ন জুটি ইভান ডডিচ এবং ল্যাটিসা চ্যানের কাছে। খেলার ফল বোপান্নাদের বিরুদ্ধে ছিল ৭-৬(৫), ৩-৬, ৪-৬। এক সেটে এগিয়ে গিয়ে ম্যাচ হেরে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই হতাশ ছিলেষ রোহন বোপান্নারা। তবে এ দিন পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠে সেই হতাশা কিছুটা হলেও দূর করলেন তিনি।
For all the latest Sports News Click Here