Wimbledon: দেখে ভালো লাগছে আমার ছেলে এখনও হাসছে- ম্যাচ শেষে নিজেই কাঁদলেন জোকার
রজার ফেডেরারকে ছোঁয়া হল না। জেতা হল না অট নম্বর উইম্বলডন। রবিবার কার্লোস আলকারাজের কাছে হেরে স্বপ্ন পূরণের এক ধাপ আগেই থামল নোভক জোকোভিচের দৌড়। টানা ২৮ ম্যাচের দৌড় শেষ হল রবিবার। আর হারের পর প্রতিপক্ষকে ভরিয়ে দিলেন প্রশংসায়। সেই সঙ্গে পরিবারের কথা বলতে গিয়ে ধরে রাখতে পারলেন না চোখের জল।
অল ইংল্যান্ডের সেন্টার কোর্টে ম্যাচ হারের পর জোকার হতাশায় র্যাকেট ভাঙলেন। যন্ত্রণার জেরে কাঁদলেন। সেই সঙ্গে দ্বিধাহীন ভাবে আলকারাজের প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন। আলকারাজকে উদ্দেশ্য করে জোকার বলেন, ‘এত দিন ধরে ভাবতাম, সুরকির কোর্ট বা কখনও কখনও হার্ড কোর্টে তোমার বিরুদ্ধে খেলতে সমস্যা হবে। এখন তো দেখছি, ঘাসের কোর্টের সঙ্গেও দারুণ ভাবে মানিয়ে নিয়েছো। আমার লড়াই আরও বাড়ল। এর আগে মাত্র এক বার-দু’বার এই কোর্টে তুমি খেলেছো। এই প্রতিযোগিতার আগে ঘাসের কোর্টে দু’-একটা প্রতিযোগিতাতেও জিতেছো। এত তাড়াতাড়ি ঘাসের কোর্টের সঙ্গে মানিয়ে নিতে পারবে ভাবতে পারিনি।’
ম্যাচের পরেই চেয়ারে বসে থাকার সময়ে তাঁর চোখ ঝলঝল করছিল। হাত দিয়ে সেটা মুছছিলেনও। কিন্তু শেষ পর্যন্ত সঞ্চালকের প্রশ্নের উত্তর দেওয়ার সময়ে নিজেকে আর সামলাতে পারলেন না। পরিবারের কথা উঠতেই কেঁদে ফেলেন। গ্যালারিতে বসে থাকা ছেলেকে দেখিয়ে বলেন, ‘ওখানে আমার ছেলে বসে রয়েছে। দেখে ভাল লাগছে যে ওরা এখনও হাসছে।’ এর পরেই তাঁর গলা বুজে আসে। নিজেকে সামলে নিয়ে বললেন, ‘তোমাদের সবাইকে আমি ভালোবাসি। আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ।’
পাঁচ সেটের লড়াইয়ে শুরুটা দুরন্ত করেছিলেন জোকোভিচ। প্রথম সেট দাপটের সঙ্গে জিতলেও, পরের দু’টি সেটে হারেন তিনি। দ্বিতীয় সেটে তাও লড়াই হয়েছিল। কিন্তু তৃতীয় সেটে একেবারে উড়ে যান তিনি। চতুর্থ সেটে প্রত্যাবর্তন করলেও, পঞ্চম সেটে আর হার বাঁচাতে পারেননি। খেলার ফল আলকারাজের পক্ষে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪।
জোকোভিচ ফাইনাল হেরে বলছিলেন, ‘এ ধরনের ম্যাচে কখনওই হারতে চাই না। কিন্তু মনটা স্থির হলে বুঝতে পারব আমি কতটা ভাগ্যবান। এর আগের কয়েকটা বছরে অনেক কঠিন ম্যাচ জিতেছি। ২০১৯ সালে ফেডেরারের বিরুদ্ধে ম্যাচের কথাই মনে করুন। দু-দু’বার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে এক ধাপ দূরে ছিল ফেডেরার। সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছি। অনেকগুলো ফাইনালেও হারের মুখ থেকে জিতেছি। তাই এ বার মনে হয় শোধবোধ হয়ে গেল।’
For all the latest Sports News Click Here