WI vs IND: ৩ নম্বরে যশস্বী, উইকেটের পিছনে ইশান! নয়া WTC-তে নয়া রূপে টিম ইন্ডিয়া
ভারতীয় ক্রিকেট দল ১২ জুলাই অর্থাৎ বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে। ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রোলিউ, ডমিনিকাতে। এই সিরিজের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল আগেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে। সেখানেই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এই সিরিজের জন্য দারুণ প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় দলে ১৬ জন খেলোয়াড়ের মধ্যে এমন চারজন খেলোয়াড় রয়েছেন যাদের এখনও টেস্টে অভিষেক হয়নি। প্রথম টেস্টে অভিষেক নিশ্চিত যশস্বী জসওয়ালের। অনেকেই মনে করেছিলেন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তাঁকে। তবে সূত্রের যা খবর তাতে বলা হচ্ছে তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন যশস্বী।
আসলে রোহিত শর্মা ও শুভমন গিলই হয়তো ওপেন করতে নামবেন। সেক্ষেত্রে তিন নম্বর জায়গায় মাঠে নামতে পারেন যশস্বী জসওয়াল। চেতেশ্বর পূজারার জায়গায় যশস্বী জসওয়ালকে দেখা যেতে পারে। এর আগে গিল ও রোহিতের পরে দলকে ভরসা দিতেন পূজারা। তবে এই জায়গায় এবার যশস্বীকে দেখা যেতে পারে। কারণ চার নম্বর জায়গাটা বিরাট কোহলির নামে রয়েছে। এখন প্রশ্ন হল, তিন নম্বরে নেমে কেমন খেলবেন যশস্বী। কারণ এর আগে পূজারা এই জায়গায় নেমে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতেন। বিশেষজ্ঞরা মনে করেন যশস্বী নিজের মতোই খেলুক। যদি এই জায়গায় যশস্বী নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে হয়তো তিন নম্বরটা তাঁর জন্য পাকা হতে পারে।
এদিকে যশস্বী জসওয়াল ছাড়াও ভারতীয় দলের হয়ে আর এক ক্রিকেটারের টেস্টে অভিষেক হতে পারে। সেই খেলোয়াড় হলেন উইকেটরক্ষক ইশান কিষান। ঋষভ পন্তের দুর্ঘটনার পর কেএস ভরত টেস্টে ভারতের হয়ে কিপিং করছিলেন। তবে এবার ইশান কিষানকে সুযোগ দেওযা হতে পারে। এর কারণ ভরতের ক্রমাগত ব্যর্থতা। তাঁর কিপিং ভালো কিন্তু ব্যাট হাতে রান তুলতে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন ভরত।
টেস্ট সিরিজের আগে নিজেদের মধ্যে দুদিনের অনুশীলন ম্যাচ খেলেছে ভারতীয় দল। এতে প্রধান বোলার অশ্বিন একাদশের অংশ ছিলেন এবং প্রধান ব্যাটসম্যান রোহিত একাদশের অংশ ছিলেন। তাতে ইশানকে রাখা হয়েছিল অশ্বিন একাদশে। অর্থাৎ দলের লিডিং বোলারদের বিরুদ্ধে উইকেটকিপিং করছিলেন ইশান। কিন্তু কিছু সমস্যা আছে ইশান কিষানের। রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়েও তিনি কিিং করেন না। ভারতীয় আক্রমণে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ স্পিনার রয়েছে। এমন অবস্থায়, সুযোগ পেলে ইশান কীভাবে নিজেকে তুলে ধরেন সেটাই দেখার। ব্যাটিংয়ে টিম ইন্ডিয়ার জন্য গেম চেঞ্জার প্রমাণ হতে পারেন ইশান কিষান। তার ব্যাটিং শৈলী ঋষভ পন্তের সঙ্গে অনেকটাই মিলে যায়। ইশান স্বাধীনভাবে শট খেলতে বিশ্বাসী। অন্যদিকে ভরত ৫ টেস্টে মাত্র ১২৯ রান করেছেন। এ কারণে তাঁকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
For all the latest Sports News Click Here